২০২১ সালের সেরা মুহূর্ত ভারতকে হারানো: বাবর আজম
ওমান এবং আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। তাও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। সেই জয় নিয়ে তখন প্রতিক্রিয়া না জানালেও এতদিন পর মুখ খোলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
২০২১ সালের বিদায়ের দিনে তিনি বলেন, ‘২০২১ সালে আমাদের জন্য সবচেয়ে সেরা মুহূর্ত হলো বিশ্বকাপে ভারতকে হারানো।’
বাবর বলেন, ‘আমি সেই মুহূর্ত ভাষায় প্রকাশ করতে পারব না। আমরা অতীত রেকর্ড নিয়ে ভাবছি না। বর্তমান পারফরম্যান্স নিয়ে বেশি চিন্তিত। যেভাবে আমরা শুরু এবং শেষ করেছিলাম। যে পরিবেশ, উন্মাদনা তৈরি হয়েছিল তা এক কথায় অসাধারণ। সমর্থকদের প্রতিক্রিয়াও ছিল অনবদ্য।’
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ভারতের বিরুদ্ধে ওই ম্যাচের আগে বিশ্বকাপে আমাদের দেশ কোনো জয় নেই। সৃষ্টিকর্তা আমাদের সহায়তা করেছেন, সেই পরিসংখ্যান বদলাতে। এটা দলগত ব্যাপার ছিল। আমাদের নিজেদের প্রতি আস্থা ছিল। শুরু নয় বরং আপনি কিভাবে শেষ করছেন, সেটা গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে বছরটা শেষ করেছি তা খুব উল্লেখযোগ্য। প্রতি ম্যাচেই আমাদের আলাদা আলাদা ম্যাচের সেরা হওয়ার যোগ্য ক্রিকেটার ছিল। হার থেকে আমরা শিক্ষা নিয়ে প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছি।’
কিন্তু সেমিফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হার প্রসঙ্গে বাবর বলেন, ‘বছরের সবচেয়ে দুঃখজনক অধ্যায় ছিল সেটি। কারণ, আমরা খুব ভালো খেলেছিলাম এবং একটি দল হিসেবে বেশ ভালোই ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত হেরে যেতে হলো।’
এসআইএইচ