শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বাংলাদেশের জুয়ার আইন এবং সাকিবের চুক্তি

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৭২’র সংবিধানে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানের ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’কিন্তু নতুন করে আর আইন প্রণয়ন করা হয়নি। ১৮৬৭ সালের আইনই বলবৎ থেকে যায়।

এই আইন প্রণয়ন করেছিল ব্রিটিশরা তার উপনিবেশগুলোর জন্য। এই আইনের ১ ধারায় বলা হয়েছে, ‘ এই আইন প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ নামে অভিহিত হবে। ৩ ধারায় বলা আছে, এ ধরনের জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ। যে কোনো ঘর, স্থান বা তাঁবু জুয়ার আসর হিসেবে ব্যবহৃত হলে তার মালিক বা রক্ষণাবেক্ষণকারী, জুয়ার ব্যবস্থাপক বা এতে কোনো সাহায্যকারী তিন মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব ২০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এ রকম কোনো ঘরে তাস, পাশা, কাউন্টার বা যেকোনো সরঞ্জামসহ কোনো ব্যক্তিকে জুয়ারত বা উপস্থিত দেখতে পাওয়া গেলে তিনি এক মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।’ এই আইনটি ব্যাপকভাবে প্রকাশ্যে আসে ২০১৯ সালে ক্যাসিনো কাণ্ডে। এ সময় যে সব ক্লাবে ক্যাসিনো চলত, সে সব ক্লাবে আইন শৃঙ্খলা বাহিনী হানা দিয়ে ক্লাবগুলো সিলগালা করে দেয়। এখনো ক্লাবগুলো সিলগালা অবস্থাতেই আছে। তখনই ধরা পড়ে এই আইনের দুর্বল দিক। যে কারণে ক্লাবগুলোতে অভিযান চালানোর সময় মাদক, অর্থ পাচার ও অস্ত্র আইন প্রয়োগ করা হয়েছিল। এইসব আইনে সাজা বেশি।

আইনের এরকম দুর্বলতার কারণে ক্যাসিনো বন্ধ হলেও বাংলাদেশের বিভিন্ন অভিজাত ক্লাব এবং আনাচে-কানাচে অহরহ জুয়া চলছে। বিশেষ করে ক্রিকেট খেলার সময় প্রতি বলে বলে অনেক সাধারণ মানুষ, এমনকি দিনমজুররাও বাজি ধরে থাকেন। এখানে কেউ জেতেন, কেউ নিঃস্ব হয়ে ফেরেন। পুলিশ অভিযান চালিয়েও এ সব বন্ধ করতে পারছে না। পুলিশ এলে সবাই সটকে পড়েন। তারপর আবার শুরু হয় বাজি ধরা। পুলিশের এ রকম অভিযানের পরই বাংলাদেশে যে ক্যাসিনো আছে কিংবা ক্যাসিনোতে জুয়া খেলা হয়, তা আমজনতা জানতে পারেন। এবার সাকিবের কল্যাণে তারা জানতে পারলেন অনলাইনে জুয়া খেলার প্রতিষ্ঠান বেটউইনারকে।

বিশ্বব্যাপী এ রকম একটি জুয়া খেলার প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়ে কথা হয় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমাদের দেশের জুয়ার আইনটা পর্যাপ্ত আইন না। খুবই দুর্বল। নামে মাত্র শাস্তি। কিন্তু দেশের সামাজিক অবস্থা এবং সাকিবের নিজস্ব অবস্থান থেকে এটি করা ঠিক হয়নি।’

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘সাকিবের কাছে বিসিবি অসহায়ের মতে সারেন্ডার করেছে। এ রকম একটি ঘটনার পরতো অবশ্যই সাজার মুখোমুখি হওয়ার কথা।’

এ এম আমিন উদ্দিন, অ্যাটর্নি জেনারেল

আমাদের দেশের জুয়ার আইনটা পর্যাপ্ত আইন না। খুবই দুর্বল। নামে মাত্র শাস্তি। কিন্তু দেশের সামাজিক অবস্থা এবং সাকিবের নিজস্ব অবস্থান থেকে এটি করা ঠিক হয়নি। সাকিব আল হাসান এই দেশের তরুণদের জন্য একটা আইকন। সবাই তাকে ফলো করে। অনেকেই এটাকে ভালোভাবে নেবে না। জড়িত হতে পারে। এ জন্য সাকিবের এটি করা উচিত হয়নি। তার আরও ভাবনা-চিন্তা করা উচিত ছিল। প্রতিটি স্টেপ তার ভেবে-চিন্তে করা উচিত। এর আগেও তিনি আইসিসি থেকে নিষিদ্ধ হয়েছিলেন জুয়ার প্রস্তাব গোপন করার জন্য। তখন তিনি এসএমএস মুছেও ফেলেছিলেন। তাকে আরও সাবধানে পা ফেলতে হবে। সাকিবকে বিসিবিই নার্সিং করে গড়ে তুলে এ পর্যায়ে নিয়ে এসেছে। তিনি প্রায় সময় জাতীয় দলে না খেলে ছুটি নিয়ে এ রকম বিজ্ঞাপন করে থাকেন। তাই তাকে জাতীয় দলে খেলার ব্যাপারে সবার আগে প্রাধান্য দিতে হবে। শুধু সাকিব নয়, সবারই আগে দেশের কথা ভাবতে হবে।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

আমাদের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে জুয়া অবৈধ। এটা আবার নতুন করে আইন করার প্রয়োজন নেই। কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে ক্যাসিনো বিজনেসের কারণে কতোগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল। কতোটি ক্লাবের প্রেসিডেন্ট/সেক্রেটারিকে বহিষ্কার করা হলো। অনেকগুলো ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো বন্ধ আছে। এটা আমাদের দেশের জন্য একটা কলঙ্ক হয়ে আছে। তারপর আবার কয়েক বছর আগে আইসিসি থেকে সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কেন করা হয়েছিল। শুধুমাত্র জুয়াড়ি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব পেয়ে গোপন করেছিল। সে কিন্তু জুয়াও খেলেনি। কিংবা জুয়ার সঙ্গে একমত হয়ে ম্যাচ ফিক্সিং করেছে তাও না। শুধু গোপন করেছে। এই কারণে তার পানিশমেন্ট। এই রকম পানিশমেন্ট পাওয়ার পর সে কিভাবে আবার এ রকম সে শুভেচ্ছাদূত হন। শুভেচ্ছা দূত কিসের? বেটিং অনলাইনের নিউজ যেটা, এটা সুষ্পষ্টভাবে নৈতিকতার লঙ্ঘন বলতে পারেন। দেশের একজন সেলিব্রেটি হিসেবে তার কোনো স্ট্যার্ন্ডেই এটা কাভার করে না। সঙ্গে সঙ্গে আমি বলবো এটা বেআইনি এবং সে বেআইনি কাজটা করে, বেআইনিভাবে টাকা নিয়েছে। যারা তাকে টাকাটা দিয়েছে আলোচিত হওয়ার জন্য, তারা জেনেই দিয়েছে যে এরকম হবে। পরে এটা বাতিল হবে। কিন্তু তাদের যা যা হওয়ার (প্রচার) তা হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা, আইনগত বলেন, নীতি-নৈতিকতা বলেন, এগুলোতে আমার সমস্যা না। আইন না মানলে আইনের পথ তিনি দেখবেন। এটা আমার ইস্যু না। তার যদি নীতি-নৈতিকতা না থাকে, এটাও আমার ইস্যু না। আমার যে ইস্যুটা তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটা আইডল। তার দেড় কোটি ফলোয়ার। সে যদি নিজে এ রকম জুয়ার গেঞ্জি পড়ে মানুষকে জুয়া খেলতে উদ্বুদ্ধ করে, এদেশের ইয়াং জেনারেশন বিপদগামী হবে। ঝামেলা হবে। সাকিবের যদি টাকা লাগে আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে যাক। তাও যদি তার লোভ একটু কমে। সাকিবের কাছে বিসিবি অসহায়ের মতে সারেন্ডার করেছে। এ রকম একটি ঘটনার পরতো অবশ্যই সাজার মুখোমুখি হওয়ার কথা। এখানে একটা ম্যাসেজ দেওয়া দরকার ছিল- তুমি সাকিব হও আর ব্যারিস্টার সুমন হও, তুমি যদি তৃণমূল বা তরুণদের নষ্ট করার মতো কোনো কাজ করো তা’হলে তোমাকে বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু এখন যেটা করা হলো বিসিবি আরেকটা সিগন্যাল দিল এ রকম, জুয়া-টুয়া যদি খেল আর যোগ্যতা যদি থাকে, তাহলে অসুবিধা হবে না?

এমপি/আরএ/

Header Ad
Header Ad

সন্ধ্যায় জানা যাবে দেশে রমজান শুরু কবে  

ছবিঃ সংগৃহীত

দেশে এবার পবিত্র রমজান মাসের শুরু তথা প্রথম রোজার দিন কবে, তা আজ জানা যাবে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটি দেশে রমজান মাস কবে শুরু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে। 

বিল্লাল বিন কাসেম আরও বলেন, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে ওইদিন (আজ) সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এই জনসংযোগ কর্মকর্তা বলেন, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে। 

টেলিফোন নম্বর ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

প্রসঙ্গত, আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির সভাপতি ও অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। আর সেখানেই চলতি বছরের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে।

Header Ad
Header Ad

এই মুহূর্তে সংসদ নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না: টুকু  

ছবিঃ ঢাকাপ্রকাশ

এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন- এ কারণে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এখন যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাও থাকবে না। বিএনপি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী ও কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। যার উদাহরণ আওয়ামী লীগ, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। যারা বিএনপির নেতাকর্মীদের, ছাত্রদের ও আলেমদের হত্যা করেছে তাদের জায়গা আর বাংলার মাটিতে হবেনা। 

টুকু বলেন, স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসররা এখনও বাংলাদেশে রয়ে গেছে। তারা বিভিন্ন সময়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। 

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংবর্ধিত অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী সদ্য কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু।

এছাড়া আরও অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিলো ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'উত্তপ্ত' বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সইও করেননি।

ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেনরিখ এক্স-পোস্টে লিখেছেন, ট্রাম্প জেলেনস্কিকে বের করে দিয়েছেন- তিনি নিজে থেকে চলে যাননি।

এই সাংবাদিক হোয়াইট হাউসে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজনের বরাতে দাবি করেছেন, ইউক্রেনীয় প্রতিনিধি দল 'পুনরায় আলোচনা সেট করার জন্য' অনুরোধ করছে। তবে (সেক্রেটারি অফ স্টেট) রুবিও এবং (জাতীয় সুরক্ষা উপদেষ্টা) ওয়াল্টজ তাদের জানিয়েছেন, জেলেনস্কিকে (হোয়াইট হাউসের মাঠ) ছেড়ে চলে যেতে হবে।

জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের মধ্যে বৈঠকটি দ্রুত একটি প্রকাশ্য 'বৈরী তর্ক-বিতর্কে' পরিণত হয়েছিল। এ সময় মার্কিন রাষ্ট্রপ্রধান জেলেনস্কিকে ইউক্রেন সংঘাতের অবসানে আলোচনায় 'অকৃতজ্ঞতা এবং অনিচ্ছার' জন্য অভিযুক্ত করেন।

ইউক্রেনের বিরল প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারণাটি প্রাথমিকভাবে জেলেনস্কিই উত্থাপন করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট এই মাসের শুরুতে প্রস্তাবটি গ্রহণ করেন। আশা করা হয়েছিল, দুই নেতা শুক্রবার বৈঠকে চুক্তিতে সই করবেন। তবে শুক্রবার হোয়াইট হাউসে 'অগ্নিগর্ভ বাক্যবিনিময়ের' পর দৃশ্যত চুক্তিটি ঝুলে গেল।

বৈঠকটি তিক্ত হয়ে ওঠে যখন ট্রাম্প জেলেনস্কিকে বলেন যে, তাকে রাশিয়ার সাথে শান্তি আলোচনা করতে হবে। এরপর ইউক্রেনীয় নেতা এর বিরুদ্ধে জোরালো মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা উচিত।

এ সময় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি 'যথেষ্ট সম্মান ও কৃতজ্ঞতা' দেখাতে ব্যর্থ হয়েছেন বলে ট্রাম্প মন্তব্য করলে জেডি ভ্যান্সও তর্কে যোগ দেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় জানা যাবে দেশে রমজান শুরু কবে  
এই মুহূর্তে সংসদ নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না: টুকু  
জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিলো ট্রাম্প
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু
রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার
স্বামীকে হত্যার পর বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে আত্মহত্যা
শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর
ক্ষমতায় কে যাবে, তা ভারত নয়, নির্ধারণ করবে বাংলাদেশ: হাসনাত
নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে: জামায়াতের সেক্রেটারি
ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু
খালেদা জিয়ার মতো সাজলেন কিশোরী, ছবি তুলতে উৎসুক জনতার ভিড়!
ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুই নেতা
সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা
টাঙ্গাইলে প্রথমবার ‘বই বিনিময়’ সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের পছন্দের বই