চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং
ফেডারেশন কাপের এবারের আসরে তিনটি দল খেলতে অস্বীকৃতি জানালে সেই তিন দলের বাকি দুইটি দলের সরাসরি শেষ আটে খেলা নিশ্চিত হয়ে যায়। নিজেদের মাঝে খেলা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। একমাত্র ‘সি’ গ্রুপেই লড়াই হয়েছে শেষ আটে উঠার। সাইফ স্পোর্টিং চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম আবাহনী রানার্সআপ হয়েছে। শেষ আটে উঠার লড়াইয়ে চট্টগ্রাম আবাহনী আবাহনীকে ২-১ গোলে পরাজিত করে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের হয়ে মেরাজ ও গাফুরভ এবং চট্টগ্রাম আবাহনীর হয়ে আরিফুল গোল করেন।
‘সি’ গ্রুপ থেকে শেষ আটে উঠার লড়াইয়ে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশও লড়াইয়ে ছিল। সাইফের সঙ্গে ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছিল ২-০ গোলে। বাংলাদেশ পুলিশের শেষ আটে উঠার জন্য সাইফের তিন গোলের ব্যবধানে হারের প্রয়োজন ছিল। সেখানে সাইফ ম্যাচ জিতে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে ছিল সাইফ স্পোর্টিং। ৪ মিনিটের ব্যবধানে দুইটি গোল করে তারা। ৩৫ মিনিটে মেরাজের গোলে এগিয়ে যাওয়ার পর ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গাফুরভ। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে একটি গোল পরিশোধ করেন আরিফুর।
কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৩ ডিসেম্বর। ২ ডিসেম্বর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান ও ‘সি’ গ্রুপ রানার্সআপ চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ও ‘এ ‘ গ্রুপ রানার্সআপ স্বাধীনতা সংঘ। ৩ ডিসেম্বর ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র ও ‘ডি’ গ্রুপ রানার্সআপ রহমতগঞ্জ ও ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ‘বি’ গ্রুপ রানার্সআপ ঢাকা আবাহনী।
এমপি/এসআইএইচ