আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়নে সাকিব
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি সফল ওয়ানডে ক্রিকেটে। সেই ওয়ানডে ক্রিকেটই অনেকটা আড়ালে পড়ে গিয়েছিল ২০২১ সালে। ২০২১ সাল ছিল বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটের বছর। খেলেছে ২৭ ম্যাচ। টেস্ট ক্রিকেটও খেলেছে ৭টি। সেখানে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের সঙ্গে সেই তালিকায় মনোনয়ন পেয়েছেন আরো তিনজন। তারা হলেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে। চলতি বছর সর্বমোট ১৩টি ক্যাটাগরিতে আইসিসি পুরস্কার ঘোষণা করেছে।
চলতি বছর ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছেন ২৭৭। গড় ৩৯.৫৭। ২৯৮ রান দিয়ে উইকেট নিয়েছেন ১৭টি। গড় ১৭. ৫২, সেরা বোলিং ২৫ রানে ৪ উইকেট। এই পারফরম্যান্সই তাকে সেরা হওয়ার লড়াইয়ে মনোনয়ন এনে দিয়েছে।
ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি আইসিসি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটেও বর্ষসেরা অলরাউন্ডারের জন্য মনোনিতদের নামের তালিকা প্রকাশ করেছে। টেস্টে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও নিউ জিল্যান্ডের কাইল জেমিসন। টি-টোয়েন্টিতে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আইসিসির এবারের পুরস্কারের ক্যাটাগরি হলো স্যার গ্যারি সোবার্স পুরুষ বর্ষসেরা ক্রিকেটার, রাচেল হেহো নারী বর্ষসেরা ক্রিকেটার, পুরুষ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, পুরুষ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, পুরুষ বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, নারী বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, নারী বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, সেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার, সেরা প্রমীলা উদীয়মান ক্রিকেটার, সহযোগী দেশের পুরুষ বর্ষসেরা ক্রিকেটার, সহযোগী দেশের নারী বর্ষসেরা ক্রিকেটার, স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড ও আইসিসি বর্ষসেরা আম্পায়ার।
এমপি/এসআইএইচ