বাংলাদেশ-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
বাংলাদেশের ক্রীড়াঙ্গণের ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। ঘরোয়া ক্রীড়াঙ্গণে এমন কোনো খেলা নেই যেখানে তাদের ছোয়া নেই। দেশের গন্ডি পেরিয়ে ওয়ালটন দেশের বাইরেও পৃষ্ঠপোষকতা করে আসছে অনেক আগে থেকেই। তবে ক্রিকেটকে ঘিরেই। তারই ধারাবাহিকতায় এবার তারা পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে নিউ জিল্যান্ড সফররত বাংলাদেশের দুই টেস্টের সিরিজও।
দুই টেস্টের সিরিজের নামকরণ করা হয়েছে ওয়ালটন টেস্ট সিরিজ। বুধবার (২৯ ডিসেম্বর) ওয়ালটন হাইটেক ইন্ড্রাষ্ট্রিজ ও আইটিডব্লিউ বাংলাদেশ এই দুই পক্ষের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়। মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সে ওয়ালটনের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম ও আইটিডব্লিউর হয়ে তাদের বাংলাদেশ প্রতিনিধি ওমর হক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ওয়ালটেনর প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলমও উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে উদয় হাকিম বলেন, যেখানেই বাংলাদেশের ক্রিকেট, সেখানেই ওয়ালটন। বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে চলার পথে ওয়ালটন সব সময় বন্ধুর মতো পাশে ছিল থাকবেও।’ তিনি আর্ন্তজাতিক ক্রীড়াঙ্গণে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা সর্ম্পকে বলেন, ‘বিদেশের মাটিতে কোনো আর্ন্তজাতিক টুর্নামেন্টের স্পন্সর হচ্ছে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। এটি খুবই গর্বের বিষয়। ওয়ালটনের এ রকম স্পন্সর প্রমাণ করে আর্ন্তজাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোও উঠে আসছে, দাপট দেখাচ্ছে।
এমপি/এএস