প্রস্তুতি ম্যাচে আশার আলো দেখছে বাংলাদেশ
নিউ জিল্যান্ড সফর যেন বাংলাদেশ দলের জন্য রীতিমতো এক বিভীষিকা। টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকেই আছে সফরে। কিন্তু এখন পর্যন্ত তিন ফরম্যাটের একটি ম্যাচেও জিততে পারেনি। এক একটি হারও শোচণীয়। এবার আবারও সেই নিউ জিল্যান্ডে লাল-সবুজের প্রতিনিধিরা। অতীতের মলীন ইতিহাসের ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও ক্রিকেটাররা আশাবাদী। সেই আশার পালে হাওয়া লেগেছে দুই দিনের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে। ব্যাটিংয়ে যেমন ভালো করেছে, তেমনি বোলিংয়েও।
যদিও প্রস্ততি ম্যাচের প্রতিপক্ষ নিউ জিল্যান্ডে একাদশে জাতীয় দলের ক্রিকেটার ছিলেন মাত্র দুই জন। ডেভন কনওয়ে ও নেইল ওয়েগনার। তাই প্রস্তুতি ম্যাচের আলো দিয়ে টেস্ট ম্যাচে আলো ছড়ানোর সম্ভাবনা কমই! তারপরও আশাবাদী বাংলাদেশ দল।
ম্যাচে শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ওপেনার মাহমুদুল হাসান জয় সে রকম আশাবাদই ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আসলে আমরা এখানে অনেকদিন আগে এসেছি। আসার পর ১০ দিনের কোয়ারেন্টিন ছিল। কোয়ারেন্টিন শেষে যে কয়দিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছি কাজে লাগিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আজকে প্র্যাকটিস ম্যাচের দ্বিতীয় দিনে আমরা ব্যাটিংয়ে ভালোই পারফর্ম করেছি। আমি ৬৬ রান করেছি, মুশফিক ভাইও ৬৬ রান করেছেন। আমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। আমরা আশাবাদী ভালো কিছু হবে।’
প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ড একাদশ আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৬ রান করে ইনিংস ঘোষণা করে। পরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৮ উইকেটে করে ২৬৯ রান। মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম ফিফটি ছাড়াও লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ২৭, মেহেদী হাসান মিরাজ অপরাজিত ২০ রান করেন। বল হাতে আবু জায়েদ রাহী ৩৬ রানে নেন ৩ উইকটে। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ এবারের সিরিজে দুই টেস্ট খেলবে। নতুন বছরের প্রথম দিনই প্রথম টেস্ট শুরু হবে মাউন্ট মঙ্গানুইয়ে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ অগাস্ট ক্রাইস্টচার্চে।
এমপি/এএস