বঙ্গবন্ধু ভলিবলে শিরোপা জেতা হলো না বাংলাদেশের
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে শিরোপা পুনরুদ্ধার করতে পারেনি লাল-সবুজের বাংলাদেশ। ফাইনালে তারা শ্রীলঙ্কার কাছে তীব্র লড়াই করার পর হার মেনেছে ৩-০ সেটে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ফাইনালে প্রথম সেট ছিল উত্তেজনায় ঠাসা। নিষ্পত্তি হয় ২৮-২৬ পয়েন্টে। পরের দুই সেটে প্রথম সেটের মতো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। তবে বাংলাদেশ দলও ছেড়ে কথা বলেনি। পরে দুই সেটই হার মানে ২০-২৫ পয়েন্টে।
২০১৬ সালে বাংলাদেশ প্রথম এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ফাইনালে হারিয়েছিল কিরগিস্তানকে। এরপর ২০১৮ সালে সর্বশেষ খেলেছিল ফাইনালে।
ফাইনাল শেষে অধিনায়ক হরষিত বিশ্বাস বলেন, ‘অভিজ্ঞতার কমতির কারণে আমরা হেরেছি। প্র্রথম সেটে হেরেছি ২ পয়েন্ট ব্যবধানে। খুব একটা পার্থক্য না। শ্রীলঙ্কার অভিজ্ঞতা বেশি। আমাদের দলে ৯ জন নতুন। এসএ গেমসের পর আর খেলার মধ্যে ছিলাম না আমরা।’
আসরে তৃতীয় হয়েছে উজবেকিস্তান । স্থান নির্ধারণী ম্যাচে তারা নেপালকে হারিয়েছে ৩-০ সেটে।
এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের আসরে শিরোপা ধরে রেখেছে নেপালের মেয়েরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে উজবেকিস্তানকে ৩-২ সেটে হার মানায় নেপাল। ২০১৯ সালেও তারা এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। পাঁচ সেটে গড়ানো ম্যাচে নেপালের মেয়েরা প্রথম সেট জিতে নেয় ২৬-২৪ পয়েন্টে। কিন্তু পরের সেট আবার হার মানে একই ব্যবধানে। তৃতীয় সেটে গিয়ে সহজেই নেপালিরা জয় পায় ২৫-১৫ পয়েন্টে। পরের সেটে আবার হাড্ডাহাড্ডি লড়াই করে হার মানে ২২-২৫ পয়েন্টে। প্রথম চার সেট সমান হয়ে যাওয়ার পর শেষ সেটে নিষ্পত্তি হয়। যেখানে নেপাল জয় পায় ১৫-১০ পয়েন্টে। তৃতীয় হয়েছে কিরগিস্তান। শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৩-০ সেটে।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক এমপি। সমাপণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, মিরপুরের স্থানীয় সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, উত্তরার সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লতিফ, ইরান ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ দেওয়ারজানি রেজা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ভলিবল ফেডারেশনের সহসভাপতি মো. ইউনুস ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
এমপি/এএন