বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

জিতেও উত্তরাঞ্চলের ফাইনাল অনিশ্চিত!

শেষ রাউন্ডের ম্যাচ তিনদিনেই ইসলামী ব্যাংক মধ্যাঞ্চলের বিপক্ষে ৬ উইকেটে জিতেও ফাইনালে যাওয়ার জন্য অপেক্ষাই থাকতে হচ্ছে বিসিবি উত্তরাঞ্চলকে।

বিসিএল-এর তৃতীয় রাউন্ডের অপর ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। যেখানে অংশ নিচ্ছে বিসিবি দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল। এই দুই দলের খেলায় জয়-পরাজয় নিষ্পত্তি হলে বিসিবির দুই দল দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল খেলবে ফাইনালে। আর ড্র হলে উত্তরাঞ্চল বাদ পড়বে। জায়গা করে নিবে ওয়ালটন মধ্যাঞ্চল। উত্তরাঞ্চল পয়েন্ট ৩ ম্যাচে ১০। খেলা ড্র হলে দক্ষিণাঞ্চলের পয়েন্ট হবে ১২ ও মধ্যাঞ্চলের পয়েন্ট ১১। বর্তমানে এই দুই দলের পয়েন্ট ২ ম্যাচে দক্ষিণাঞ্চলের ১০ ও মধ্যাঞ্চলের ৯। তৃতীয় দিন শেষে ম্যাচের যে দৃশ্য তাতে এই ম্যাচের গতিপথ ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যাঞ্চলের ৪৮১ রানের জবাব দিতে নেমে দক্ষিণাঞ্চল তৃতীয় দিন শেষে করেছে ৫ উইকেটে ৩৮১। তৌহিদ হৃদয় ১২২ ও অমিত হাসান ১১৭ রান করেন। এই দুইজনেই আগের ম্যাচে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন। তৌহিদ হৃদয় ডাবল সেঞ্চুরি করে আউট হয়েছিলেন ২১৭ রান করে। অমিত হাসান করেছিলেন ১৩১ রান।

চট্টগ্রামে তৃতীয় রাউন্ড শুরুর আগে উত্তরাঞ্চলের পয়েন্ট ছিল ২ ও পূর্বাঞ্চলের ৮। ফাইনালে যাওয়ার পথে পূর্বাঞ্চলই বেশি সুবিধাজনক অবস্থানে ছিল। উত্তরাঞ্চলের অবস্থা ছিল নাজুক। ম্যাচ জিতে সেখানে তারা এখন ফাইনালের দাবীদার। বিদায় হয়ে গেছে পূর্বাঞ্চল। তৃতীয় দিন এই ম্যাচে উইকেট পড়েছে ১৪টি ।পূর্বাঞ্চলের সবকটির সঙ্গে উত্তরাঞ্চলের চারটি।

১৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে পূর্বাঞ্চল বিনা উইকেটে করেছিল ১৭ রান। ম্যাচ নিজেদের অনুকূলে নিতে হলে প্রয়োজন ছিল বড় ইনিংস গড়া কিন্তু সে কাজটি দলের কোনো ব্যাটসম্যানই করতে পারেননি। হাফ সেঞ্চুরির ইনিংস একটিও নেই। দিনের শুরুতেই বিদায় নেন বিপিএলে দল না পাওয়া আশরাফুল। এরপর ব্যাটিংয়ে ধস নামেনি। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আসলে এই কাজটি করতে দেননি বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। তিনি একাই তলে নেন ৮ উইকেট। রান খরচ করেন ৯৮। বাকি দুই উইকেট নেন শফিকুল। ইমরুল কায়েসকে আউট করে সানজামুল শুরু করেন উইকেট পাওয়ার মিছিল। এরপর তা চলতেই থাকে। যেনো হয়ে উঠেছিলেন হ্যামিলনের সেই বাঁশিওয়ালা। ব্যাটসম্যানরা ক্রিজে আসবেন আর তিনি উইকেট নেবেন। যখনই যে ব্যাটসম্যান মাথা তুলে দাঁড়াতে চেয়েছেন তাকেই তিনি ‘বধ’ করেছেন। যেমন ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহকারী নাঈম হাসান (৪৫) কিংবা আফিফ গোসেন (৩৫)। এরফলে২৫৪ রানেই অলআউট হয় তারা। পূর্বাঞ্চল এগিয়ে থাকে মাত্র ১১০ রানে।

টার্গেট খুব বেশি, নয়। কিন্তু এই রান তাড়া গিয়েও ভালোই প্রতিরোধের মুখে পড়েছিল উত্তরাঞ্চল। শুরুতেই ওপেনার তানজিদের সাথে ওয়ান ডাউনে নামা তানবিরকে ফিরিয়ে দেন পেসার তানভীর। দলের রান তখন ৩৪। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে জুনায়েদ ও নাঈম ইসলাম মিলে দলের রানকে শতরানের কাছাকাছি নিয়ে যান। ৯৩ রানে গিয়ে জুটি ভাঙ্গে। নাঈমকে ২৮ রানে ফিরিয়ে দেন আফিফ। ৩ রান পর জুনায়েদকে ৩৮ রানে আউট করেন নাঈম হাসান। এরপর আর কোনো উইকেটের পতন দেননি দলপতি মার্শাল আইয়ুব (১২*) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৫*)।

সংক্ষিপ্ত স্কোর

ইসলামী ব্যাংক বনাম পূর্বাঞ্চল বনাম বিসিবি উত্তরাঞ্চল

পূর্বাঞ্চল: ১৬৬ ও ২৫৪/১০ (আগের দিনের ১৭/০), ওভার ৫১ ( নাঈম হাসান ৪৫, আফিফ হেসেন ৩৫,প্রিতম কুমার ৩৩, কানভীর ইসলাম ৩০, শাহদাত গোসেন ২৭, ইমরুল কায়েস ২৩, মোহাম্মদ আশরাফুল ১৮, শামসুর রহমান ১৮, সানজামুল ইসল/৫৮)।

উত্তরাঞ্চল: ৩১০ ও ১১১/৪, ওভার ২৮ ( জুনায়েদ সিদ্দিক ৩৮, নাঈম ইসলাম ২৮, তানজিদ হাসান ১৯, মার্শাল আইয়ুব ১২, তানভীর ইসলাম ২/৩৫)।

ওয়ালটন মধ্যাঞ্চল বনাম বিসিবি দক্ষিণাঞ্চল

মধ্যাঞ্চল: ৪৮১।

দক্ষিণাঞ্চল: ৩৮১/৫ ( আগের দিনের ৯২/১) ওভার ১২০ ( তৌহিদ হৃদয় ১২২, অমিত হাসান ১১৭, পনিাক ঘোষ ৭৪, জাকির হোসেন ৩৬*, নাহিদুল ইসলাম ১৮*, হাসান মুরাদ ২/৮১, নাজমুল ইসলাম ২/৮৯)।

 

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ

ছবিঃ সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় এ ঘোষণা দেওয়া হয়।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স মেনে এবং নিয়মিত রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ এমন আকস্মিক উচ্ছেদ অভিযান অতীতে কখনো দেখা যায়নি। এতে ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Header Ad
Header Ad

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  

ছবিঃ সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার। বেলা ১২টার দিকে তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি।

ছয় দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে।

তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরুব্বি ও আলেমগণ মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করছেন। তারা নফল নামাজ, তাসবিহ্, তাহলিল, জিকির-আসকরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত করেন।

মঙ্গলবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। সকাল পৌনে ১০টায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। পরে মাদ্রাসা ছাত্রদের ত্বলাবাদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ আহমেদ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

 

Header Ad
Header Ad

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভে বক্তব্য রাখতে যাচ্ছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে অবস্থানকালে এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।"

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "এই বক্তব্য প্রচার বাংলাদেশের জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে।"

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরও এক স্ট্যাটাসে বলা হয়েছে, "যেসব মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের সাহস দেখাবে, তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে।"

এই পরিস্থিতি রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে এবং বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর