টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডেতে আছেন মুশফিক-রিয়াদ
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলে তারুণ্যের জয়গান। নেই পঞ্চপাণ্ডবের কেউ। মাশরাফি-তামিম অবসরে, সাকিব ছুটিতে। বাকি ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দুই জনকেই বিশ্রামে পাঠিয়েছে বিসিবি। এর ফলে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের প্রয়োজন পড়ে। আর সেই দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। তিনি হলেন বাংলাদেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক।
শুক্রবার (২২ জুলাই) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নির্বাচক কমিটি ও মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন। সভায় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। এই দল শুধু জিম্বাবুয়ে সফরের জন্য।
সভা শেষে জালাল ইউনুস বলেন, 'এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজ মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিক জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় নেওয়ার চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য। দেখতে চাচ্ছি তাদের ফলাফল ও পারফরম্যান্স কী হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।'
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে।মাহমুদউল্লাহ ও মুশফিক ওয়ানডে দলে আছেন। মুশফিক ওয়েস্ট ইন্ডিজ সফরে পবিত্র হজ করতে যাওয়ার জন্য ছুটিতে ছিলেন।
টি-টোয়েন্টি দলে নতুন করে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন ও পেসার হাসান মাহমুদ। হাসান মাহমুদ ওয়ানডে দলেও আছেন।
তরুণ দল পাঠানোর কথা জানিয়ে জালাল ইউনুস বলেন, 'আপনারা জানেন যে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ আমাদের অধিনায়ক ছিল। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদেরকে (তরুণদের) পাঠানো হচ্ছে।'
টি-টোয়েন্টি দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন, শেখ মাহাদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।
এমপি/এসজি/