বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাঁধা
প্রতিবন্ধকতা যেমন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। নিউ জিল্যান্ড সফরে একটির পর একটি বাঁধার মুখে পড়ছেই। প্রথমে গিয়ে কোয়ারেন্টিন। পরে রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হলে কোয়ারেন্টিন মেয়াদ বেড়ে যায়। ফলে যথা সময়ে মাঠে অনুশীলন শুরু করতে পারেননি মুমিনুলরা। এরপর কোয়ারেন্টিন মেয়াদ শেষে কয়েকদিন অনুশীলন করে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) খেলতে নেমেছিল দুই দিনের প্রস্তুতি ম্যাচ। কিন্তু সেখানেও বৃষ্টির বাঁধা। যে কারণে দুই দিনের ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ২৭.৩ ওভার। আরে তাতে টস হেরে ব্যাট করতে নামা নিউ জিল্যান্ড একাদশ পড়েছে মহাবিপদে। ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে মাত্র ৭১ রান।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে কন্ডিশনের সুবিধাকে কাজে লাগিয়ে পিচে আগুন ঝরিয়েছেন বিপিএলে দল না পাওয়া পেসার আবু জাহিদ রাহী। তিনি ৯ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তার সাথে তাসকিন আহমেদও ভয়ংকর হয়ে উঠেছিলেন। ৮.৩ ওভার বোলিং করে তিনি শিকার করেন ২ উইকেট।
আজ দুই দলের খেলা ছিল বৃষ্টির সঙ্গেও। ম্যাচে চারবার বৃষ্টি হানা দেয়। এই বৃষ্টির কারণে খেলাই শুরু হয় বিলম্বে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের দলপতি মুমিনুল হক। দুই পেসারকে তার সিদ্ধান্তকে যথাযথ সম্মান দেখাতে থাকেন। দুজনে দুই ওপেনারকে ফিরিয়ে দেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা ব্যাটসম্যান ডেভন কনওয়েকে প্রস্তুতি ম্যাচে রাখা হয়েছিল নিজেকে একটু ঝালাই করে নিতে। কিন্তু তাকে হতাশায় ডুবায় আবু জায়েদ রাহী। কোনো রানই করতে পারেননি তিনি। দলের রান তখন ৩ উইকেটে মাত্র ৮। জ্যাক বয়লি ও রেনউইক মিলে বিপদ সামাল দেয়ার চেষ্টা করা অবস্থায় শুরু হয় বৃষ্টি। রান তখন ৩ উইকেটে ১৪। এই অবস্থায় দেওয়া হয় লাঞ্চ বিরতি।
লাঞ্চের পর কিছুটা বিলম্বে আবার খেলা শুরু হয়। আবার বৃষ্টিও শুরু হয়। আবার খেলাও বন্ধ হয়। এ সময় জ্যাক বয়লিকে(২০) আউট করেন তাসকিন। এভাবে দিনের খেলা শেষ হওয়ার আগে আরো দুই দফা বৃষ্টি এসে খেলা থামিয়ে দেয়। শেষ পর্যন্ত ২৭.৩ ওভারের সময় স্বাগতিকদের রান যখন ৫ উইকেটে ৭১ তখন আবার বৃষ্টি শুরু হয়। এরপর আর দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি।
এমপি/এসআইএইচ