ফেডারেশন কাপে টাইব্রেকার নাটকে গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান
ফেডারেশন কাপ এবার শুরু থেকেই আলোচিত। বসুন্ধরা কিংসসহ তিনটি দল খেলছে না। ১২ দলের আসর নেমে নয়ে। যেখানে তিন গ্রুপের ছয় দল এমনিতেই চলে গেছে শেষ আটে। সেখানেও হলো এবার নাটক। ‘এ’ গ্রুপে বসুন্ধরা কিংস ও স্বাধীনতা সংঘের ম্যাচটি ছিল গ্রুপ চ্যম্পিয়ন হওয়ার। কিন্তু নির্ধারিত সময় খেলা ১-১ গোলে ড্র ছিল। ফলে দুই দলেরই পয়েন্ট সমান হয়ে যায়। আবার দুই দলই বসুন্ধরা কিংসের বিপক্ষে ওয়াকওভার পায়।
তিন দল থাকলে গোল গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারিত হতো। কিন্তু এখানে সব কিছু সমান হয়ে যায়। টাইব্রেকার নেয়ার বিষয়টি আযোজকদের কারো মাথায় প্রথমে ছিল না। খেলা শেষ মনে করে মোহামেডান ক্লাব ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলেও স্বাধীনতা ক্লাবের খেলোয়াড়রা মাঠেই ছিলেন। ফ্লাডলাইটও নিভে গিয়েছিল। পরে আয়োজকরা গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারনের জন্য টাইব্রেকারের আয়োজন করেন।
দুই দলের খেলোয়াড়দের আবার মাঠে নিয়ে আসা হয়। টাইব্রেকারে মোহামেডান ৪-২ গোলে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। মোহামেডানের হয়ে সুলেমান দিয়াবাতে, জ্যাসমিন মেকিন্নোভিচ, সাইফ শামসুদ এবং ওবি মনিকে গোল করেন। স্বাধীনতা ক্রীড়া সংঘের গোল করেছেন নেদো তুরকোভিচ, নদিরবেক।
এর আগে নির্ধারিত সময়ের খেলায় ৩৯ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। সেন্টার করেই সেই গোল পরিশোধ করেন হারজেগোভিনিয়ান ফরোয়ার্ড নেদো তুরকোভিচ।
এমপি/এএস