ব্যয় কমাতে বিসিবির এজিএম হোটেল সোনারগাঁওয়ে!
গতবার বিসিবির এজিএমের পর ছিল নির্বাচন। তাই এজিএমে কাউন্সিলরাদের আকর্ষণ করতে বা কদর বাড়াতে প্রত্যেককে দেওয়া হয়েছিল এক লাখ টাকা আর একটি করে ল্যাপটপ। এবার নির্বাচন নেই। তাই এজিএমে কাউন্সিলারদের কদরও কমেছে। নগদ অর্থের পরিমাণ নেমে এসেছে ৫০ হাজার টাকায়। আর ল্যাপটপের জায়গায় মোবাইল ফোন। বিসিবির এজিএম অনুষ্ঠিত হবে মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে সকাল ১১টায়। গত বছর অনুষ্ঠিত হয়েছিল হোটেল রেডিসন ব্লুতে।
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকদিন আগে বলেছিলেন কৃচ্ছতা সাধনের কথা। যে কারণে উইন্ডিজ সফরে কোনো নির্বাচককে পাঠানো হয়নি। যাওয়া হয়নি পেসার হাসান মাহমুদেরও। কিন্তু এজিএম করা হচ্ছে হোটেল সোনারগায়ে। কাউন্সিলারদের রাখা হবে একই হোটেলে। আবার তাদের জন্য ৫০ হাজার টাকা করে সম্মানি রাখার পাশাপাশি মোবাইল ফোনও দেওয়া হচ্ছে।
বিসিবির তিন ক্যাটাগরিতে মোট কাউন্সিলার ১৭৬ জন। ৫০ হাজার টাকা করে মোট খরচ হবে ৭৮ লাখ টাকা। সঙ্গে সোনারগাঁও হোটেলে রাত্রি যাপনের ভাড়া, খাবার ও মোবাইল ফোন কেনা বাবদ অর্থও যোগ হবে। ইতিমধ্যে অনেকেই হোটেলে সোনারগাঁওয়ে এসে উঠেছেনও।
এ ব্যাপারে কাউন্সিলার আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। পরিচালক ওবেদ নিজাম বলেন, ‘আমরা আগেরবারের তুলনায় কম উপহার দিচ্ছি। বছরে একবার কাউন্সিলাররা আসেন। তাদেরকেতো এতটুকু সম্মান দিতেই হয়। আবার না দিলেও কথা উঠতো। ব্যয় কমানোর যে কথা উঠেছে তা কিন্তু আমরা অন্য সব জায়গায় করছি। আর কাউন্সিলারদের উপহার দেওয়ার বিষয়টি আমরা বোর্ড সভায় আলোচনা করেই সিন্ধান্ত নিয়েছি।’
বিসিবির আগামীকালকের এজিএমে গঠণতন্ত্রে বেশ কয়েকটি পরিবর্তনও আনা হবে। এর একটি হলো প্রতিটি ক্লাবেরই একটি করে কাউন্সিলারশিপ। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার বিভাগ সুপার লিগে উঠা ছয়টি ক্লাবের কাউন্সিলার ছিলেন দুইজন করে। এ নিয়ে সেই সময় বিস্তর সমালোচনা হয়েছিল। বিসিবির পাঠানো গঠনতন্ত্র কোনো রকম পরিবর্তন ছাড়াই অনুমোদন দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ।
সুপার লিগের ক্লাবগুলোর দুইটি করে কাউন্সিলারশিপ অনুমোদন হওয়ার পর এর প্রভাব পড়ে মাঠের খেলায়। সুপার লিগ উঠতে বা নিজেদের পছন্দের ক্লাবগুলো যাতে তাকে, সে জন্য আম্পায়ারদের প্রভাব খাটিয়ে ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার অনেক ঘটনাও ঘটে। এক দশক পর ভুল বুঝতে পেরে এখন সেখানে পরিবর্তন আনা হচ্ছে। আরেকটি পরিবর্তন আসবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের জন্যও।
এমপি/এমএমএ/