শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ব্যয় কমাতে বিসিবির এজিএম হোটেল সোনারগাঁওয়ে!

তবার বিসিবির এজিএমের পর ছিল নির্বাচন। তাই এজিএমে কাউন্সিলরাদের আকর্ষণ করতে বা কদর বাড়াতে প্রত্যেককে দেওয়া হয়েছিল এক লাখ টাকা আর একটি করে ল্যাপটপ। এবার নির্বাচন নেই। তাই এজিএমে কাউন্সিলারদের কদরও কমেছে। নগদ অর্থের পরিমাণ নেমে এসেছে ৫০ হাজার টাকায়। আর ল্যাপটপের জায়গায় মোবাইল ফোন। বিসিবির এজিএম অনুষ্ঠিত হবে মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে সকাল ১১টায়। গত বছর অনুষ্ঠিত হয়েছিল হোটেল রেডিসন ব্লুতে।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকদিন আগে বলেছিলেন কৃচ্ছতা সাধনের কথা। যে কারণে উইন্ডিজ সফরে কোনো নির্বাচককে পাঠানো হয়নি। যাওয়া হয়নি পেসার হাসান মাহমুদেরও। কিন্তু এজিএম করা হচ্ছে হোটেল সোনারগায়ে। কাউন্সিলারদের রাখা হবে একই হোটেলে। আবার তাদের জন্য ৫০ হাজার টাকা করে সম্মানি রাখার পাশাপাশি মোবাইল ফোনও দেওয়া হচ্ছে।

বিসিবির তিন ক্যাটাগরিতে মোট কাউন্সিলার ১৭৬ জন। ৫০ হাজার টাকা করে মোট খরচ হবে ৭৮ লাখ টাকা। সঙ্গে সোনারগাঁও হোটেলে রাত্রি যাপনের ভাড়া, খাবার ও মোবাইল ফোন কেনা বাবদ অর্থও যোগ হবে। ইতিমধ্যে অনেকেই হোটেলে সোনারগাঁওয়ে এসে উঠেছেনও।

এ ব্যাপারে কাউন্সিলার আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। পরিচালক ওবেদ নিজাম বলেন, ‘আমরা আগেরবারের তুলনায় কম উপহার দিচ্ছি। বছরে একবার কাউন্সিলাররা আসেন। তাদেরকেতো এতটুকু সম্মান দিতেই হয়। আবার না দিলেও কথা উঠতো। ব্যয় কমানোর যে কথা উঠেছে তা কিন্তু আমরা অন্য সব জায়গায় করছি। আর কাউন্সিলারদের উপহার দেওয়ার বিষয়টি আমরা বোর্ড সভায় আলোচনা করেই সিন্ধান্ত নিয়েছি।’

বিসিবির আগামীকালকের এজিএমে গঠণতন্ত্রে বেশ কয়েকটি পরিবর্তনও আনা হবে। এর একটি হলো প্রতিটি ক্লাবেরই একটি করে কাউন্সিলারশিপ। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার বিভাগ সুপার লিগে উঠা ছয়টি ক্লাবের কাউন্সিলার ছিলেন দুইজন করে। এ নিয়ে সেই সময় বিস্তর সমালোচনা হয়েছিল। বিসিবির পাঠানো গঠনতন্ত্র কোনো রকম পরিবর্তন ছাড়াই অনুমোদন দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ।

সুপার লিগের ক্লাবগুলোর দুইটি করে কাউন্সিলারশিপ অনুমোদন হওয়ার পর এর প্রভাব পড়ে মাঠের খেলায়। সুপার লিগ উঠতে বা নিজেদের পছন্দের ক্লাবগুলো যাতে তাকে, সে জন্য আম্পায়ারদের প্রভাব খাটিয়ে ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার অনেক ঘটনাও ঘটে। এক দশক পর ভুল বুঝতে পেরে এখন সেখানে পরিবর্তন আনা হচ্ছে। আরেকটি পরিবর্তন আসবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের জন্যও।

এমপি/এমএমএ/

 

 

 

Header Ad
Header Ad

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা

দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধীনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-জনতা সমবেত হয়েছেন।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা আসতে শুরু করেছে। সমাবেশে যোগ দিতে তরুণ সমাজের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষও উপস্থিত হচ্ছেন। বক্তৃতার সময় তাদের মধ্যে কিছু স্লোগানও শোনা যাচ্ছে, যা তাদের উচ্ছ্বাস এবং নতুন দলটির প্রতি সমর্থন প্রকাশ করে। বিশেষ করে, ছাত্রসমাজের মধ্যে উজ্জীবিত আবেগ এবং রাজনৈতিক পরিবর্তনের চাহিদা অত্যন্ত দৃশ্যমান।

বিগত দিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ভুল থেকে শিক্ষা নিয়ে, দেশজুড়ে তরুণদের নেতৃত্বে নতুন কিছু করার জন্য জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করছে। এমনকি, প্রান্তিক এলাকার প্রবীণরা সম্মেলনে যোগ দিতে এসেছেন। তারা বলছেন, পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের স্বার্থ হাসিল করেছে, কিন্তু এখন সময় এসেছে তরুণদের হাতে দেশের শাসনভার সোপর্দ করার।

সমাবেশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রও স্থাপন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়ানো যায়।

সূত্র বলছে, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদের নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন: আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

Header Ad
Header Ad

সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত-পাকিস্তানের গ্রুপে থাকবে না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং এবারের টুর্নামেন্টে অংশ নেবে মোট ৮টি দল। তবে, এবার ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ একই গ্রুপে থাকবে, কিন্তু বাংলাদেশ থাকবে আলাদা গ্রুপে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর পক্ষ থেকে ইতোমধ্যে এশিয়া কাপের গ্রুপের ঘোষণা করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে ভারত এবং পাকিস্তান থাকবে, সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও এই গ্রুপে যোগ দেবে। তবে, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো ম্যাচ আয়োজনে শর্তারোপ করা হয়েছে। দুই দলই একে অপরের দেশে গিয়ে ম্যাচ খেলতে সম্মত হয়নি, তাই তাদের জন্য নির্ধারিত কোনো ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়নি।

অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে থাকবে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপেও একটি নতুন দল যোগ হওয়ার কথা রয়েছে। তবে কোন দলটি গ্রুপ ‘বি’-তে যোগ দেবে তা এখনও প্রকাশ করা হয়নি।

এশিয়া কাপের আয়োজক দেশ ভারত হলেও, আসরটি হয়তো ভারতের বাইরে অনুষ্ঠিত হতে পারে। কারণ, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের কারণে ম্যাচগুলি তাদের নিজ নিজ দেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। তাই, এসিসি জানিয়েছে যে টুর্নামেন্টের স্থান সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কা হতে পারে। গত কয়েকটি আসরের মতো এবারও দুই দেশই একটি নিরপেক্ষ জায়গায় ম্যাচ আয়োজন করবে।

এশিয়া কাপ ২০২৫ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এ বছর অনুষ্ঠিত হবে। মোট ৮টি দল অংশ নেবে এবং টুর্নামেন্টে ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ৭টি গ্রুপ ম্যাচে অংশগ্রহণ করবে এবং সেই অনুযায়ী সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে।

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ দুই দলের মধ্যে ক্রিকেটের মাঠে তীব্র প্রতিযোগিতা থাকে এবং এই ম্যাচটি বিশ্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচিত হয়। গত এশিয়া কাপে ভারত পাকিস্তানকে পরাজিত করেছিল এবং এশিয়া কাপের পরবর্তী আসরে আবারও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের মুখোমুখি হবে।

Header Ad
Header Ad

বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন

সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষায়ের আয়োজন করা হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে। ইলিশ মাছ রফতানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। এসময় তিনি প্রাথমিকভাবে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। এছাড়া এদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চট্রগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

এসময় তিনি বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, এগ্রোমেশিনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ব্যবধান অনেক। বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহ্বান জানাই।

বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ দেশে ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দু’দেশের জন্য শুভ ফল বয়ে আনবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা
সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত-পাকিস্তানের গ্রুপে থাকবে না বাংলাদেশ
বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাপা বাদে সব দল আমন্ত্রিত
চুয়েট ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য আটক
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলেন জেদনী
বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার
মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব দোকান
‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ, ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা
মিয়ানমারে আটক ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন
নতুন ছাত্রসংগঠন থেকে ২ নেতার পদত্যাগ
রাত পোহালেই বিএনপির নওগাঁ সদর ও পৌরসভা ভোট
দেশের বাজারে ফের কমলো সোনার দাম
চুয়াডাঙ্গায় গুণগতমানসম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহারবিষয়ক দুদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি-লুটপাট, গ্রেফতার ৪
সবার জন্য উন্মুক্ত কনসার্ট, জেমসসহ গাইবেন আরও পাঁচ ব্যান্ড
বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে ছেলেকে অপহরণ