মাঠে গড়াল ফেডারেশন কাপ, সাইফ-পুলিশ ড্র
অবশেষে মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপ ফুটবলের আসর। মুক্তিযোদ্ধা সংসদ ও উত্তরা বারিধারা ক্লাব মাঠে না আসায় প্রথম দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষ হিসেবে আবাহনী লিমিটেড ও স্বাধীনতা সংঘ ওয়াকওভার পেয়েছিল। আজ রবিবার (২৬ ডিসেম্বর) দ্বিতীয় দিন তৃতীয় ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে আসর। যেখানে মুখোমুখি হয়েছিল স্বাধীনতা কাপের সেমিতে খেলা দুই দল সাইফ স্পোর্টিং ও বাংলাদেশ পুলিশ। খেলায় জয়-পরাজয় নিষ্পত্তি হয়নি। ১-১ গোলে ড্র হয়েছে।
আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৩ মিনিটে সাইফকে এগিয়ে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার এমেরি। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর যখন ইনুজরি টাইমের খেলা চলছিল তখনই পুলিশকে সমতায় ফেরান আফগানিস্তানের স্ট্রাইকার আমিরউদ্দিন শরিফ।
এবারের আসরে একমাত্র ‘সি’ গ্রুপেই তিনটি দল খেলছে। গ্রুপের অপর দল চট্টগ্রাম আবাহনী।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচ ছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। কিন্তু বসুন্ধরা কিংস ও উত্তরা বারিধারা ক্লাবকে অনুসরণ করে মুক্তিযোদ্ধা সংসদও ফেডারেশন কাপ না খেলার সিদ্ধান্ত নেওয়াতে তারাও মাঠে আসেনি। ফলে শেখ জামাল ওয়াকওভার পায়।
এমপি/এসআইএইচ