'বক্সিং ডে' টেস্টের নিয়ন্ত্রণও অস্ট্রেলিয়ার
অ্যাসেজ সিরিজের প্রথম দুই টেস্ট হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইংল্যান্ডের। সেখান থেকে ঘুরে দাঁড়াতে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে জয়ের বিকল্প নেই আর সে জন্য প্রয়োজন ছিল একটা ভালো সূচনা করে ড্রাইভিং আসনে বসে পড়া। সেখানে উল্টো চিত্র। প্রথম দুই টেস্টের মতোই অস্ট্রেলিয়ার দাপট।
যে দাপটে প্রথম দিনই নি:শেষ হয়ে গেছে ইংল্যন্ড মাত্র ১৮৫ রানে অলআউট হয়। দিনের বাকি সময় ব্যাট করতে নেমে সেখানেও অজিদের দাপট। তারা ১ উইকেট হারিয়ে করেছে ৬১ রান। ওয়ার্নার ৩৮ রান কওে অ্যান্ডারসনের শিকার হন। আগামীকাল দ্বিতীয় দিন হ্যারিস ২০ ও নাইটওয়াচ ম্যাচ নাথান লিয়ন ০ রানে রান নিয়ে ব্যাট করতে নামবেন।
মেলবোর্নে টস জিতে অধিনায়ক প্যাট কামিন্স নিজেই বল হাতে তুলে নেন। এর ফায়দাও তিনি পুরোপুরি আদায় করে নেন সতীর্থদের সহযোগিতায়। করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার কারণে অ্যাডিলেড দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। নেতৃত্ব দিয়েছিলেন তার ডেপুটি স্টিভেন স্মিথ।
দলপতি বল হাতে আক্রমণের সূচনা করেন মিচেল স্টার্ক। কিন্তু শুরুতে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার লন্ডভন্ড করে দেন। প্রথম তিন ব্যাটসম্যানকে তিনি সাজ ঘরে পাঠান দলীয় ৬১ রানে। একে একে ফিরে যান হাসিব হামিদ (০), জ্যা ক্রোলি (১২) এবং ডেভিড মালান ( ১৪)। একমাত্র দলপতি জো রুট ছাড়া ব্যর্থতার এই ধারাবাহিকতা পরবর্তীতেও অব্যাহত থাকলে ইংল্যান্ডর ধ্স ঠেকানো সম্ভব হয়নি। জো রুট পাক্কা ৫০ রান করে আউট হয়ে যান। তাকে আউট করেন এতোক্ষন স্বতীর্থ দলপতি কামিন্সের উইকেট নেওয়া দেখতে থাকা মিচেল স্টার্ক। উইকেটের পেছনে তার ক্যাচ ধরেন ক্যারি। দলপতি দলের সৈনিকদেরও শুরুতেই উইকেট নেওযার যে রাস্তা দেখিয়েছিলেন, সে পথে পওে হাঁটতে শুরু করেন স্টার্ক ছাড়াও ক্যামেরুন গ্রিন, নাথান লিয়নও। ব্যস এতেই ইংল্যান্ডের ইনিংস ১৮৫ রানে গুটিয়ে যায়। কামিন্স ও লিয়ন ৩৬ রান করে দিয়ে তিনটি করে উইকেট নেন। স্টার্ক ৫৪ রানে নেন দুইটি উইকেট। একটি উইকেট করে উইকেট নেন গ্রিন ও বোল্যান্ড।
দিনের বাকি সময় ব্যাট করতে নেমে স্বাগতিকদের দুই ওপেনার ওয়ার্নার ও হ্যারিস বেশ ভালো সূচনা করেছিলেন। দিনও পার করে দেয়ার পথে ছিলেন। কিন্তু ১১ বল আগে ওয়ার্নার আউট হয়ে গেলে তা আর সম্ভব হয়নি। কিছুটা মারমুখি খেলে ওয়ার্নার ৪২ বলে ৫ চারে ৩৮ রান করে অ্যান্ডারসনের বলে ক্রোলির হাতে ধরা পড়েন। ১১ বল অবশিষ্ঠ থাকাতে প্রতিষ্ঠিত কোনো ব্যাটসম্যানকে না পাঠিয়ে প্যাট কামিন্স নাইটওয়াচ ম্যান হিসেবে নাথান লিয়নকে ব্যাট করতে পাঠান। পরে আর কোনো উইকেট পড়েনি।
এমপি/এমএমএ/