বঙ্গমাতা ভলিবলে মেয়েদের তৃতীয় হার
বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন্স ভলিবলে টানা তৃতীয় খেলাও হেরেছে বাংলাদেশের মেয়েরা। আজ নেপালের কাছে হেরেছে তারা।
শনিবার (২৫ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় নেপাল সরাসরি ৩-০ সেটে জয়ী হয়। বাংলাদেশের মেয়েরা কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। প্রথম সেটে হার মেনেছিল ২৫-৫ পয়েন্টে। পরের দুই সেটে কিছুটা পয়েন্ট বাড়াতে পেরেছিল। দ্বিতীয় সেটে ২৫-১৫ ও তৃতীয় সেটে ২৫-১৭ পয়েন্টে হার মানেন সাবিনা-পান্নারা।
নেপালের কাছে হারের পর দলের কোচ মফিজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন মেয়েরা খেলার মধ্যে ছিল না। এই টুর্নামেন্টের আগে আমরা মাত্র দেড় মাস অনুশীলন করেছি। তবে আমি মনে করি, মেয়েরা যেভাবে খেলছে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আশা করি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় খেলায় আরও উন্নতি হবে।’
দিনের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কা ৩-০ সেটে মালদ্বীপকে এবং তৃতীয় খেলায় উজবেকিস্তান ৩-০ সেটে কিরগিস্তানকে পরাজিত করে। পুরুষদের বিভাগের খেলায় উজবেকিস্তান ৩-১ সেটে মালদ্বীপকে পরাজিত করে।
আগামীকাল রবিবার শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের ছেলেরা। উজবেকিস্তান মুখোমুখি হবে নেপালের।
এমপি/এসআইএইচ