বড় জয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে শিরোপা জেতার মিশনে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দল বেশ ভালোভাবে যাত্রা শুরু করল। আজ শারজাহতে নেপালকে ১৫৪ রানের রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে প্রান্তিক নওরোজ নাবিলের (১২৭*) সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাব দিতে নেমে ১৪৩ রানে অলআউট হয় নেপালের যুবারা।
শক্তির ব্যবধানে নেপালের সামনে বাংলাদেশের ছুড়ে দেওয়া টার্গেট ছিল অনেক বড়। সেই টার্গেটকে আরো মাথাভারী করে তুলেন গতবারের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য তানজিম আহসান সাকিব। তিনি দুই ওপেনার অর্জুন খোমাল (৫)ও দেব খানেলকে (১২) ফিরিয়ে দেন দলীয় মাত্র ২১ রানে। ২ রান পর অধিনায়ক রকিবুল হাসান ফিরিয়ে দেন সান্তোষ খারিকে (৩)।
চতুর্থ উইকেট জুটিতে বিবেক ও অর্জুন মিলে ধকল সামাল দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি। তাদের এই প্রতিরোধের দেয়াল ছিল মাত্র ২৫ রানের। ১৫ রানের সময় অর্জুনকে ফিরিয়ে দেন মেহরব। হাল ধরার চেষ্টায় থাকা বিবেককে ৩৩ রানে রানআউট করেন মেহরবই। তার আগে বাসির আহমেদকে (৮) ফিরিয়ে দেন নাঈমুর। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে বড় হারের চিত্র ফুটে উঠে নেপালি শিবিরে। সেখান থেকে হারের ব্যবধান কমিয়ে আনেন বিবেক যাদব ও গুলশান ঝা। দুজনে সপ্তম উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন। ২৬ রান করে বিবেক যাদব দলীয় ১৪১ রানে আউট হওয়ার পর ১৪৩ রানেই পড়ে শেষ ৩ উইকেট। গুলশান ঝা করেন সর্বোচ্চ ৩৫ রান।
বাংলাদেশের হয়ে তানজিম, রকিবুল, মেহরব ও নাঈমুর ২টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামার পর যুবাদের শুরুটা কিন্তু ভালো হয়নি। দুই ওপেনার খুব বেশি দূর যেতে পারেননি। মাহফুজুল ইসলাম ১৭ ও ইফতেখার হোসেন ২১ রান করে সাজঘরে ফেরেন। এর ফলে রান সংগ্রহে ভাটা পড়ে। ওভার প্রতি রান চারের সামান্য উপরে ছিল। আইচ মোল্লাও বেশি দূর যেতে পারেননি। দলীয় রান শত রানের গন্ডি পার হওয়ার পর তিনিও বিদায় নেন ২২ রানে। রান সংগ্রহের গতি আরেকটু নিচে নেমে আসে। এরপর হাল ধরেন সেঞ্চুরিয়ান প্রান্তিক নওরোজ নাবিল ও উইকেটকিপার ব্যাটসম্যান মো. ফাহিম। দুজনে শক্ত হাতে হাল ধরে উইকেটে গেড়ে বসেন। এই জুটি বিচ্ছিন্ন হয় ফাহিম আহত হয়ে মাঠ ছাড়লে। ৪৮ বলে ফিফটি করা ফাহিম ৫৪ বলে ৫৮ রান করে অবসরে যান। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা।
এদিকে প্রান্তিক নওরোজ নাবিল ৯৮ বলে তুলে নেন তার সেঞ্চুরি। তাকে শেষ পর্যন্ত আউট করা সম্ভব হয়নি হিমালয় কন্যার বোলারদের। প্রান্তিক ১১২ বলে এক ছক্কা ও এগার চারে ১২৭ রান করে অপরাজিত থাকেন। ফাহিম অবসরে যাওয়ার পর প্রান্তিকের সাথে জুটি গড়েন মেহেরব। তিনি ১৫ বলে ৩ চারে ২১ করেন।
শেষ ৫ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৯, ৯, ২১, ৮ ও ১০ করে মোট ৫৭ রান। নেপালের গুলশান ঝা, তিলক ভান্ডারি ও মোহাম্মদ আদিল আলম নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯: ২৯৭/৪, ওভার ৫০ ( প্রান্তিক ১২৭*, ফাহিম ৫৮ (অবসর), আইচ মোল্লা ২২, মেহেরব ২১, ইফতেখার হোসেন ১৭, তিলক ভান্ডারি ১/৩১, মোহাম্মদ আদিল আলম ১/৪৩, গুলশান ঝা১/৬০)।
নেপাল অনূর্ধ্ব-১৯: ১৪৩/১০, ওভার ৪২.৩ ( গুলশান ঝা ৩৫, বিবেক ৩৩, বিবেক যাদব ..২৬., অর্জুন সাউদ ১৫, মেহরব ২/২০ তানজিম ২/২২, রকিবুল ২/২৫, নাঈমুর রহমান ২/৪৫)।
এমপি/এসআইএইচ