এবার বাউন্সে সমসা হবে না: প্রিন্স
কোয়ারেন্টিন শেষে টানা দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ দল অনুশীলন করেছে ক্রাইস্টর্চাচের লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে। নিউ জিল্যান্ডের কন্ডিশন মানেই পেসারদের আগুন ঝরানো বোলিং। যে আগুনে পুড়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছারখার হয়ে যান। এবারও নিউ জিল্যান্ড একই ফমূর্লা ব্যবহার করতে যাচ্ছে। ঘোষিত ১৩ জনের দলে পাঁচজনই পেসার। আরেকজন আছেন পেস বোলিং অলরাউন্ডার। ধারনা করে নেওয়াই যায় সেরা একাদশে তারা ৪ জন পেসার রাখতে যাচ্ছে। এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের এই আক্রমণ সামাল দেয়ার তামিল নিতে হবে ভালোভাবে। আর সেটাই দেখ-ভাল করার দায়িত্বটা ব্যাটিং পরামর্শক অ্যাশওয়ে প্রিন্সের।
সেই দেখ-ভালের কাজটা বেশ ভালোভাবেই এগুচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অনুশীলন শুরু করার পর আমরা দুই দিন পার করেছি। ব্যাটসম্যানরা বেশ ভালোভাবেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এই দুই দিনে আমাদের কয়েকটি ভালো সেশন হয়েছে। আমাদের অনেকেই আর্ম থোয়ার নিয়ে কাজ করেছে। এ ছাড়াও আমরা নিউ জিল্যান্ডের কয়েকজন নেট বোলারও পেয়েছি।’
প্রিন্স বলেন, প্রথম টেস্টের আগে আমরা আরো ৭/৮ দিন সময় পাবো। আমরা ধীরে ধীরে উন্নতি করবো এবং আশা করি প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই আমরা অনেক উন্নতি করতে পারবো।’
উন্নতি যতোই হোক, কিংবা অনুশীলন যতোই ভালো হোক খেলা শুরু হওয়ার পর দুই/একটি ব্যতীক্রম ছাড়া ব্যাটসম্যানরা থাকেন আসা-যাওয়ার মিছিলেই! কিন্তু প্রিন্স মনে করেন এবার আর সে রকম কিছু হবে না। ছেলেরা এবার ব্যাটিং উপভোগই করবে। তিনি বলেন, ‘আমদের ব্যাটসম্যানরা এবার নিউ জিল্যান্ডে ব্যাটিং উপভোগ করবে। অনুশীলনের পিচ ভালো। অসম বাউন্স নেই। এবার ভরসা রাখা যায়।’
এমপি/এএস