যুক্তরাষ্ট্রের পথে সাকিব, দিয়ে গেলেন বার্তা
সাকিব যুক্তরাষ্ট্রে বসতি গড়েছেন অনেক আগেই। স্ত্রী-সন্তানরা সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। যে কারণে সাকিব সুযোগ পেলেই ছুটে যান। ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে যাওয়া হয়নি নিউ জিল্যান্ডে। ছুটি পাওয়ার পর ব্যক্তিগত কিছু কাজ সেরে তিনি আজ রাতে রওয়ানা হয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। ফিরবেন বিপিএলের আগেই। এবার তিনি খেলবেন বরিশালের হয়ে (এই সংক্রান্ত প্রতিবেদন ঢাকা প্রকাশে আগেই প্রকাশিত হয়েছে)।
আজ বিমানবন্দরে নিজেই এ কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত বরিশালের সঙ্গে কথা হয়ে আছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ বরিশালে খেলব।
বছরটা সাকিবের হতাশজনক গিয়েছে বলে জানান। এই হতাশা টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরেই মূলত। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘হতাশাজনক। বিশ্বকাপে যেহেতু বড় একটা টার্গেট ছিল। ফুলফিল করতে পারিনি। সেদিক থেকে হতাশাজনক। কিন্তু এরকম আগেও হয়েছে। যার পর আমরা খুব ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। তো আশা থাকবে এবারও আমরা ভালোভাবে কামব্যাক করবো।’
ভালো করতে হলে উন্নতি করতে হবে। সাকিবের মতে ভালো খেললে যেমন উন্নতির দরকার আছে, তেমনি বাজে খেললেও। তিনি বলেন, ‘অনেক জায়গায়ই দরকার আছে। ভালো খেললেও দরকার আছে, খারাপ খেললেও দরকার আছে। চেষ্টা থাকবে যেসব জায়গা আইডেনটিফাই করা যায়, সবাই মিলে বসে সেসব জায়গায় যেন আমরা ইমপ্রুভ করতে পারি।’
টেস্ট ক্যারিয়ারে সাকিবের সেরা ইনিংস নিউ জিল্যান্ডেই। কিন্তু সেখানে গিয়েই বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করতে পারেন না। সাকিব তাদের প্রতি বার্তা দিলেন, 'শেষবার অনেকেই একশ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই একশ করেছে। ওখানে আসলে রান করা যায়-এই মেসেজটা থাকবে সবার আগে।'
এমপি/এএস