চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে উঠার লড়াই মঙ্গলবার
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি-এশিয়ার মর্যাদাপূর্ণ আসর। অথচ এমন একটি আসরের সেমি ফাইনালে কারা কারা খেলবে এটা আগেই অনুমান করা গিয়েছে। এ রকম হওয়ার কারণ ছিল করোনার কারনে শেষ মুহূর্তে মালয়েশিয়ার নাম প্রত্যাহার। ফলে আসর নেমে আসে ৫ দলে। আর এখান থেকে সহজেই অনুমান করা গিয়েছে কোন দল বাদ পড়বে। সেই দলটি ছিল স্বাগতিক বাংলাদেশ। বাকি চার দলের লড়াই ছিল নিজেদের অবস্হান চূড়ান্ত করে নেয়া। যেখানে শীর্ষে থেকে ভারত দ্বিতীয় সেমিতে খেলবে চারে থাকা জাপানের বিপক্ষে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬ টায়। তার আগে একই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ও তিনে থাকা কোরিয়া ও পাকিস্তান। বিজয়ী দুই দল ফাইনাল খেলবে ২২ ডিসেম্বর (বুধবার)।
৫ দলের রাউন্ড রবিন লিগের খেলায় ভারত ৬-০ গোলে জাপানকে পরাজিত করেছিল। কোরিয়া-পাকিস্তানের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল।
ভারত-জাপান পরিসংখ্যানের আলোকে জাপানের বিপক্ষে ভারত পরিষ্কার ফেভারিট। জাপান সর্বশেষ ভারতকে হারিয়েছিল ২০১৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২-১ গোলে জয়ের পর ভারতের বিপক্ষে ১৮ ম্যাচের ১৭টি হেরেছে জাপান! চলমান আসরে দুই দেশের প্রথম মোকাবেলায় ভারত ৬-০ গোলে জিতেছিল।
অপরদিকে কোরিয়া ও পাকিস্তানের সাম্প্রতিক নৈপুণ্যর বিচারে পাকিস্তানই এগিয়ে থাকবে। ২০১৩ সালের এশিয়া কাপে পাকিস্তানকে সর্বশেষ ২-১ গোলে হারিয়েছিল কোরিয়া, এরপর ৭ ম্যাচে পাকিস্তান জিতেছে ৫টি, বাকি দুটি ড্র।
এমপি/এএস