অমিক্রন আক্রান্ত ২ নারী ক্রিকেটার বাসায় ফিরেছেন

ছবি : সংগৃহীত
সকল ঝল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার ও পরে ডেল্টা আক্রান্ত দলের অপর সদস্য। সোমবার (২০ ডিসেম্বর) তারা নিজ নিজ বাসায় ফিরে গেছেন।
এরআগে ১৪ দিন আইসোলেশনের পর তাদের আবার করোনা পরীক্ষা কারা হয়। সেখানে রেজাল্ট আসে নেগেটিভ। তারপরই তারা ঘরে ফিরে যান। বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরী ঢাকাপ্রকাশকে বলেন, ‘আজ তিনজনেরই নেগেটিভ এসেছে। এরপর তারা বাসায় চলে গেছেন।’
নারী বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করে গত ১ ডিসেম্বর দেশে ফিরে আসার পর প্রথমে ওই দুই নারী ক্রিকেটার অমিক্রনে আক্রান্ত হন। তারা ছিলেন বাংলাদেশের প্রথম অমিক্রন আক্রান্ত। পরে দলের আরেক সদস্যও আক্রান্ত হন। তিনি ডেল্টা আক্রান্ত হয়েছিলেন।
এমপি/এমএমএ/
