বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি

বাংলাদেশকে হারিয়ে সেমিতে ভারতকে এড়াল পাকিস্তান

পাঁচ দলের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আসরে তিন দলেরই সেমিফাইনালে খেলা নিশ্চিত। আরেক দল অবশিষ্ঠ। তবে তা শুধু কাগজে-কলমে। চতুর্থ দলটি পাকিস্তানই হবে। কারণ তাদের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। যেখানে বাংলাদেশের জয় দূরে থাক, ড্র করার সম্ভাবনাও নূন্যতম নেই। হয়েছেও তাই। ৬-২ গোলে ম্যাচ জিতে তারা শেষ দল হিসেবে সেমিতে উঠলেও পয়েন্ট টেবিলে উঠে এসেছে তিনে। এর ফলে সেমিতে তারা ভারতকে এড়াতে পেরেছে। ৪ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৫। জাপানেরও ৫। কিন্তু গোল গড়ে পাকিস্তান তিনে, জাপান চারে। সেমিতে প্রথম দল হিসেবে ভারত খেলবে চতুর্থ দল জাপানের বিপক্ষে। অপর সেমিতে মুখোমুখি হবে কোরিয়া-জাপান।

২১ ডিসেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে জাপানের বিপক্ষে।

আজকের ম্যাচে বাংলাদেশের স্বান্তনা ছিল পাকিস্তানের জালে প্রথম গোল করা। কোরিয়ার বিপক্ষেও প্রথম গোল করেছিল বাংলাদেশ। শুরু থেকেই পাকিস্তান আক্রমণ। সেই আক্রমণ প্রতিহত করে ১০ মিনিটে দ্বীন ইসলাম ইমন ফাঁকা পোষ্টে গোল করতে ব্যর্থ হয়েও ১৩ মিনিটে আরশাদ হোসেন ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। সোহানুর রহমান সবুজের হিট থেকে রাসেল মাহমুদ জিমির স্টপ থেকে সার্কেলের ভেতর সেই বল পেয়ে আরশাদ হোসনে গোল করলে উল্লাস করার সুযোগ পান সমর্থকরা। কিন্তু সেই উল্লাস থামতে না থামতেই গোল পরিশোধ করে পাকিস্তান। সময় নেয় মাত্র ২০ সেকেন্ড। নাদিম ফিল্ড গোল করে খেলায় সমতা আনেন।

প্রথম কোয়ার্টার ১-১ গোলে থাকলেও দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে পাকিস্তান ম্যাচ থেকে স্বাগতিকদের ছিটকে দেয়। ১৮ মিনিটে এজাজ আহমেদের ফিল্ড গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় পাকিস্তান। জুনাইদ মানজুরের স্কয়ার পাস ধরে ২৪ মিনিটে আফরাজ ফিল্ড গোল করলে স্কোরলাইন ৩-১ হয়। ২৬ মিনিটে নাদিম আহমেদের ফিল্ড গোলে স্কোরলাইন ৪-১ হয়।

তৃতীয় কোয়র্টারে পাকিস্তান আরো দুই গোল করে। এ সময় বাংলাদেশও একটি গোল পরিশোধ করে। ৩৪ মিনিটে মোহাম্মদ রাজ্জাকের পেনাল্টি কর্নার গোলে ব্যবধান ৫-১ করে পাকিস্তান। পরের মিনিটে আরশাদ হোসেন আবারো গোল করে ব্যবধান কমায় স্বাগতিকরা (৫-২) ।
আশরাফুল ইসলামের হিটে ঠাণ্ডা মাথায় প্লেস করেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। বাংলাদেশ রক্ষণের সমন্বয়হীনতায় ৩৮ মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোল করে ব্যবধান ৬-২ করেন। চতুর্থ কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি।

দিনের প্রথম ম্যাচে ভারত ৬-০ গোলে জাপানকে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিতে খেলার সুযোগ করে নেয়।

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট তালিকা

দেশ              ম্যাচ জয় ড্র হার গোল গড় পয়েন্ট

ভারত              ৪    ৩   ১  ০     ১৭    ১০

কোরিয়া            ৪    ১   ৩  ০      ১     ৬

পাকিস্তান          ৪    ১   ২   ১      ২     ৫

জাপান             ৪    ১   ২   ১      ১     ৫

বাংলাদেশ          ৪    ০  ০   ৪     ১৯     ০


এমপি/এসআইএইচ

Header Ad
Header Ad

দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা আবারও ফিরে আসবে, দেশের অবস্থা ভালো না। সরকার দু'বেলা ভাত খায়, কিন্তু দেশের মানুষ দু'বেলা ভাত পায় না। বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানিকালে এজলাসে তোলার সময় তিনি এ কথা বলেন।

এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন। একজন হেলমেট নিচে নামিয়ে দেন। তখন সোলায়মান সেলিম বলেন, ‘আমার মুখ যতই চাপায় রাখার চেষ্টা করুক, মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না।’

এর আগে আজ ( বৃহস্পতিবার) বেলা ২টা ৩৫ মিনিটের দিকে তাদের সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। পুলিশ সদস্যরা তাদের সিঁড়ি দিয়ে ৪র্থ তলায় ওঠানোর চেষ্টা করেন। তখন কামরুল ইসলাম দাঁড়িয়ে যান। বলেন, ‘হাঁটতে পারবো না। চারতলায় উঠতে পারবো না। লিফট আছে না। লিফটে ওঠায় দেন।’ পরে তাদের লিফটে করে ওপরে নেওয়া হয়। তবে সোলায়মান সেলিম লিফটে যেতে চাননি। পরে অবশ্য লিফটে করেই ওপরে ওঠেন।

পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে জামিনের বিষয়ে শুনানি হয়। সোলায়মান সেলিমের পক্ষে শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘চার দিনের রিমান্ডে ছিল। পুলিশ প্রতিবেদনে তিনি যে সম্পৃক্ত এমন সুনির্দিষ্ট অভিযোগ নেই। আর ঘটনার সময় তিনি দলীয় কোনও পদে ছিলেন না।’

পরে কামরুল ইসলামের পক্ষে শুনানি করার জন্য ডাকা হয়। তবে কামরুল ইসলাম আইনজীবীকে শুনানি করতে দেননি।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনও সক্রিয়। জামিন পেলে অশান্তি সৃষ্টি করবে। শান্তি নষ্ট করবে। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।’

Header Ad
Header Ad

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন

 বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক(জিএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সুবক্তগীন। এছাড়াও মোহাম্মদ নাজমুল ইসলামকে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) রেলভবন,ঢাকাতে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্প্রতিবার (২৬ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মোঃ সুবক্তগীন ডিভিশনাল ইঞ্জিনিয়ার ঢাকা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী/পশ্চিমাঞ্চল, প্রধান প্রকৌশলী/পূর্বাঞ্চলের সহ অনেক গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্বে করেছেন।

Header Ad
Header Ad

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বুধবার মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে আগুন লাগা এবং ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও দুই-তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও দুই-তিনজনের আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরণের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।’

সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম
রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের
বিপিএলে সাকিব না থাকায় হতাশ সুজন
বুধবার রাতে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসেও
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু  
চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস, পরিবারে শোকের মাতম
বিডা’র আমন্ত্রণে ঢাকায় আসছেন ইলন মাস্ক
সচিবালয়ে আগুন: কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত
হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে: সারজিস
লামায় ত্রিপুরাদের পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন উপদেষ্টারা
সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: নৌবাহিনী কর্মকর্তা
বগুড়া কারাগারে সাবেক এমপি রিপুর ‘হার্ট অ্যাটাক’, আনা হয়েছে ঢাকায়
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬
রাফসানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেফার
সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত