তৃতীয় দিন নিজেদের করে নিল মুমিনুলরা
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলায় পাকিস্তানের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তাদের দলীয় সংগ্রহ ২৪১ রান। এখনও ৮৯ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৩৩০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। লাঞ্চ বিরতির পর মাঠে নামে পাকিস্তান। এদিন সফরকারীদের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক তুলে নেন অর্ধশতক। ফলে বিনা উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে সফরকারীরা। অন্যদিকে হতাশা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
তবে তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশি দুই স্পিনারের কারণে নিজেদের করে নিতে পারেননি বাবর আজমরা। কারণ দিনের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও মিডল অর্ডার আজহার আলি। পরপর দুই বলে তাদের ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আউট হওয়ার আগে শফিক ৫২ ও আজহার শূন্য রান করেন।
তাদের বিদায়ের পর মাঠে আসেন অধিনায়ক বাবর আজম। তবে দলকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারলেন না। মেহেদী হাসান মিরাজের বলে উইকেট হারিয়ে সাজঘরে ফিরেন।
এরপর আর কোনো উইকেট না পড়লেও লাঞ্চ বিরতির পর দ্রুত উইকেট হারান সফরকারীরা। ওপেনিংয়ে নামা আবিদ আলী আউট হন তাইজুলের বলেই। অবশ্য আউট হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার।
আবিদ আলীর পর আসা-যাওয়ার মধ্যেই থাকেন পরবর্তী তিন ব্যাটার। সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান দুই অঙ্কের ঘরেই পৌঁছাতেই পারেননি।
উল্লেখ্য, শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশ মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছিল বাংলাদেশ।
এসআইএইচ/এসএ/