ফেয়ারব্রেক ফ্রাঞ্চাইাজি ক্রিকেটে প্রথম বল করলেন জাহানারা
মেয়েদের প্রথম বেসরকারি ফ্রাঞ্চাইজি ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে প্রথম বলটিই করলেন ফ্যালকনের হয়ে বাংলাদেশের জাহানারা আলম। আসর শুরুও করেছে জাহানারা আলমের দল ফ্যালকন। রান ফোয়ারারা ম্যাচে লঙ্কান চামিরা আত্তাপাত্তুর (অপরাজিত ১০৯) সেঞ্চুরিতে ফ্যালকন ওয়ারিয়ার্সের বিপক্ষে জয়ী হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাট করে ওয়ারিয়াস্য ২ উইকেটে করে ১৭৭ রান। সেই রান জাহানানার দল অতিক্রম করে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। জাহানারা ৪ ওভার বোলিং করে উইকেট পাননি। প্রথম ৩ ওভারে দারুণ বোলিং করে ওভার প্রতি ৬ রান করে দিয়েছিলেন। কিন্তু ইনিংসের শেষ ওভার করতে এসে বেধড়ক মার খেয়ে রান দেন ১৭।
দুবাই স্পোর্টিস সিটিতে অনুষ্ঠিত ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক আসরে জাহানারার দল টস জিতে ফিল্ডিং বেছে নেন অধিনায়ক সিন্ধু শ্রীহাসরা। তিনি বল তুলে দেন বাংলাদেশের জাহানারা আলমের হাতে। অধিনায়কের আস্থার যোগ্য প্রতিদান দেন জাহানার প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে। প্রথম ওভারে তিনি চারটি ডট বল দেন। যেখানে প্রথম বলটিই ছিল আবার ডট। দ্বিতীয় বলে ১ রান দেওয়ার পর ওভারের শেষ বলে হজম করেন ৪। দ্বিতীয় ওভারে তিনি ২টি ডট বল দিলেও ৪ হজম করেন ২টি। একটি করে লেগ বাই ও ১ রান দিয়ে তিনি এ ওভারে রান দেন মোট ১০। জাহানারা নিজের তৃতীয় ওভার করেন ইনিংসের অষ্টম ওভারে। রান দেন মাত্র ৪। ডট বল ছিল ৩টি। এরপর তিনি শেষ ওভার করেন ইনিংসের শেষ ওভারে। এ ওভারে এসে তিনি আর আগের তিন ওভারের সুনাম ধরে রাখতে পারেননি। উইকেট হাতে থাকায় রান বাড়াতে মরিয়া ছিলেন ওয়ারিয়ার্সের ব্যাটসম্যানরা। যে কারণে জাহানারাও পারেননি নিজের নিয়ন্ত্রিত বোলিং করতে। প্রথম বলেই ৪ হজম করেন ডু প্রিজের হাতে। পরের বলে দেন ১ রান। এরপর রেডমাইনের হাতে হজম করেন পরপর ২ বলে ২টি বাউন্ডারি। শেষ ২ বলে একই ব্যাটসম্যান ২ রান করে ৪ রান নেন। ফলে ৩ ওভার শেষে যেখানে জাহানার রান দিয়েছিলেন ১৮, সেখানে শেষ ওভারে রান দেন ১৭। ফলে ৪ ওভারে তিনি রান দেন ৩৫। পাননি কোনো উইকেট।
ফ্যালকনের বোলারদের মাঝে জাহানারার ইকোনমি তৃতীয় সেরা। ৪ ওভার করে বোলিং করেন জাহানারাসহ ৩ জন। এ ৩ জনের মাঝে আবার জাহানারা সবার নিচে। তার ইকোনমি ৮.৭৫। সর্ন্নারিন টিপোচ ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট। মারিনা লাম্পালফ ৪ ওভারে ৩১ রান দিয়ে জাহানারার মতো উইকেট শূন্য থাকেন। ওয়ারিয়ার্সের হয়ে জর্জিয়া রেডমাইনে ৬১ বলে ১১ চারে অপরাজিত ৮০ ও হেইলি ম্যাথিউস ৩৫ বলে ২ ছক্কা ও ৭ চারে ৫৮ রান করে আউট হন। দুই ওপেনার উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯০ রান। জবাব দিতে নেমে ফ্যালকনের দুই ওপেনারই দলকে জয়ের পথে নিয়ে যান। ১৪ ওভারে ১৩৩ রান করে তারা বিচ্ছিন্ন হন। ৪৩ বলে ১ ছক্কা ও ৮ চারে ৬০ রান করে আউট হন সুজি বেটিস। আওশ ওপেনার চামারি আত্তাপাত্তু ৫৫ বলে ৫ ছক্কা ও ১৩ চারে অপরাজিত ১০৭ রান করে ম্যাচ সেরা হন। তিনি শতরান করেন ৫৪ বলে।
আজ বাংলাদেশের আরেক ক্রিকেটার রুমানা আহমেদের দল বার্মি আর্মি খেলবে স্প্রিট দলের বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
এমপি/এসএন