ম্যাচিং জামা খুঁজে পাননি বিজয়
নামের পাশে বিশ্ব রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক মৌসুমে হাজার রানের মাইলফলক ছোঁয়া। পরে সেই রানকে নিয়ে গেছেন ১১৩৮ রানে। ৩টি সেঞ্চুরি আর ৯টি হাফ সেঞ্চুরি। শেষ হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবার ঈদে উদযাপনের পালা।
এ রকম একটি অর্জনের পরই ঈদ হওয়ার কথা মহানন্দে। অন্য যে কোনো সময়ের চেয়ে একটু ব্যতিক্রম হয়ে। কিন্তু এনামুল হক বিজয়ের কাছে এ রকম আলাদা কোনো বার্তা বহন করছে না। কারণ তিনি যে জাতীয় দলে নেই। তার এই রকম অর্জনে তার জাতীয় দলে ফেরার দরজা খোলার একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করছে। কিন্তু এখনো নিশ্চিত নয় তিনি যে জাতীয় দলে ফিরবেন।
আবার পরিসংখ্যানে দেখা গেছে তার ফেরার রাস্তাটাও কঠিন। টেস্ট ও ওয়ানডে দলে জায়গা খালি নেই। আছে টি-টোয়েন্টি দলে। তার হয়ে এরকমই কথা বলেছেন মাশরাফিও। ২২ গজে যদি এ রকম নৈপুণ্য দেখানোর পরও জাতীয় দলে ফিরতে প্রশ্নের মুখে পড়তে হয়, তাহলে এই অর্জনের মূল্য কোথায়? হয়তো সে কারণেই এ রকম অর্জনের পরপরই ঈদটা এনামুল হক বিজয়ের কাছে আলাদা কোনো গুরুত্ব বহন করছে না। আগের ঈদগুলোর মতোই এবারের ঈদ।
এনামুল হক বিজয় ঈদ করবেন ঢাকাতে। গত দুই বছর করোনার কারণে ঢাকাতেই করা হয়েছে। তার আগে তিনি তার শেকড় কুষ্টিয়াতে ঈদ করেছেন মা-বাবার সঙ্গে। ঢাকায় ঈদে তার সঙ্গী স্ত্রী ও ২ বছরের একমাত্র কন্যা। তিনজন মিলে ম্যাচিং করে জামা কেনার চেষ্টা করেছিলেন বিজয়। কিন্তু খুঁজে পাননি। নিজের পাঞ্জাবির সঙ্গে কন্যার পাঞ্জাবি কিছুটা মেলাতে পেরেছেন। কিন্তু স্ত্রীর জামা মেলাতে পারেননি। ঈদের দিন কোথায়ও বের হওযার পরিকল্পনা নেই। বাসায়ই কন্যাকে নিয়ে সময় কাটাবেন।
এমপি/এমএমএ/