যখন যেমন তখন তেমন আশরাফুলের ঈদ
আর্ন্তজাতিক ক্রিকেটে বাংলাদেশে এখন হার-হামেশাই জয় পায়। কিন্তু টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর হারকে মেনে নিয়েই খেলতে নামত। জয় আসত কদাচিৎ। কখনো কখনো জয় না আসলেও আসত ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। আর সেইসব জয় কিংবা ব্যক্তিগত নৈপুণ্যের করিগর ছিলেন মোহাম্মদ আশরাফুল।
টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করে রেকর্ড যা আজও বহাল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হরিয়ে বিশ্বে তাক লাগনো ম্যাচে আশরাফুলের সেঞ্চুরি, পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও ৫২ বরে ৯৪ রানের ইনিংসে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল।
শুধু কী এখানেই শেষ ২০০৭ সালে উইন্ডিজ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানো ম্যাচে ৮৩ বলে ৮৭ রানের ইনিংস চোখে জুড়ানো। এ রকম অসংখ্য ইনিংস আছে তার নামের পাশে। সেই আশরাফুল এখন আর আগের জায়গায় নেই। নতুনরা নিয়েছে সেই জায়গা। কিন্তু তিনি এখনো খেলে চলেছেন ঘরোয়া আসরে।
তারকা খ্যাতির সময় আশরাফুল যখন ঈদ করতেন,তখন সর্বত্রই সমর্থকদের দ্ধারা পরিবেস্টিত হয়ে থাকতে হয়েছে। ঈদের কেনা-কাটা, নামাজ, কোথায়ও বেড়াতে যাওয়া ভক্ত সমর্থকদের কাছ থেকে নিস্তার পেতেন না।
এখন তিনি যেমন আগের ফর্মে নেই, তেমনি তার ব্যক্তি জীবনেও এসেছে পরিবর্তন। বিয়ে করেছেন, দুই সন্তানের পিতা হয়েছেন। এখন তাদের নিয়েই তার ঈদ আয়োজন। তিনি বলেন, ‘ঈদ আমার কাছে যখন যেমন, তখন তেমন। সময়ের দাবি।’
ঈদে তিনি পরিবারের সবাইকে উপহার কিনে দিয়েছেন। তিনি নিজেও ঈদ উপহার পেয়েছেন। ঈদের নামার পড়বেন নিজ এলাকা বনশ্রিতে।
এমপি/এমএমএ/