একটু বে-হিসাবি মোস্তাফিজ
প্রথম বলে মোস্তাফিজকে যখন ডি কক বাউন্ডারি মারেন, তখন মনে হয়েছিল মোস্তাফিজের কপালে আজ শনি আছে। কৃপন বোলিং করে এবারের আইপিএলে যে সুনাম কুড়িয়েছেন, তা আজ আর ধরে রাখতে পারবেন না। কিন্তু সে ধারণা ছিল অমুলক। পরের বলেই দারুণভাবে ফিরে আসেন তিনি।
সেই ওভারে রান দেন মাত্র ৬। শেষ ৩ বল ছিল আবার ডট। লখনৌ জায়ান্টেসের বিপক্ষে এভাবেই মোস্তাফিজ নিজেকে ফিরে পান। শেষ পর্যন্ত লখনৌ সংগ্রহ করে ৩ উইকেটে ১৯৫। জবাব দিতে নেমে দিল্লী ক্যাপিটাল ৭ ইউকেটে ১৮৯ রান করে হার মানে ৬ রানে।
মোস্তাফিজ ছিলেন দ্বিতীয় ইকোনমি বোলার। ৪ ওভারে রান দেন ৩৭। কোনো উইকেট নিতে পারেননি।
মোস্তাফিজ দ্বিতীয় বল থেকেই নিজেকে ফিরে পেলেও দিল্লি ক্যাপিটালসের অক্সর প্যাটেল ছাড়া অন্য বোলাররা কিন্তু নিজেদের ফিরে পাননি। ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারেই লখনৌ ৪৯ রান সংগ্রহ করে ফেলে। উইকেট হারায় একটি। চেতন শাকারিয়া ও ললিত যাদব দুই জনেই ১ ওভার করে বোলিং করে ১৬ রান করে দেন।
শুধু অক্সর প্যাটেল ১ ওভারে ৩ রান দেন। শার্দুল ঠাকুর ১ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট নেন। ব্যাটিং পাওয়ার প্লেতে রান বেশি হয়ে যাওয়াতে মোস্তাফিজকে দিয়ে ষষ্ট ওভার করানো হয়। এই ওভারে তিনি রান দেন একটি বাউন্ডারিসহ ৮ রান। ডট বল ছিল২টি।
মোস্তাফিজ তৃতীয় ওভার করতে আসেন ইনিংসের ১৮ নম্বার ওভারে। এই ওভারে ১টি ডট বল ছিল। রান দেন ৮। প্রথম ৩ বলে ৩ রান আসার পর চতুর্থ বলে লুকেশ রাহুল বাউন্ডারি মারেন। পরের বলে ১ রাম আসার পর শেষ বল ছিল ডট। মোস্তাফিজের শেষ ওভার ছিল ইনিংসেরও শেষ ওভার। ওভারটি ভালো করতে পারেননি তিনি। কোনো ডট বল ছিল না। ২টি ওয়াইড দেন। ছক্কা ও হজম করেন ১টি। রান দেন ১৫।
এমপি/এমএমএ/