শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

নিউ জিল্যান্ড থেকে ফিরে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা

বাংলাদেশের ক্রিকেটাররা আছেন টানা খেলার মাঝে। করোনার কারণে আসর বা সিরিজ খেলতে গিয়ে ক্রিকেটারদের থাকতে হয়েছে জৈব সুরক্ষায়। যেখানে বাইরের জগত থেকে তারা এক প্রকার বিচ্ছিন্নই থাকেন। এমন কি পরিবারের সদস্যদের কাছ থেকেও। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই ক্রিকেটাররা চলে গিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। সেখান থেকে আসার পরপরই তারা খেলতে নামেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে দিবাগত রাতেই তারা রওয়ানা হয়ে যান নিউ জিল্যান্ডে। সেখানে গিয়েও আছেন তারা অনেকটা গৃহবন্দির মতোই। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার কারণে কোয়ারেন্টিনের সময় ১৪ দিন থেকে কমিয়ে ৭ দিনে নিয়ে আসা হয়। এর মাঝে ছিল কিছু ছাড়। হোটেল জিম করার সুযোগ ছিল। কিন্তু দলের স্পিন বোলিং কোচ রঙ্গণা হেরাথ অমিক্রনে আক্রান্ত হলে সব কিছু আবার গোলমেলে হয়ে যায়। সব কিছু বন্ধ করে দিয়ে গোটা দলকে এখন ২১ ডিসেম্বর পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

এ রকম পরিস্থিতি দলের খেলোয়াড়রা দেশে ফিরে আসতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিউ জিল্যান্ডে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আজ বিসিবির পরিচালকদের নিয়ে জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘অনেক খেলোয়াড় চিন্তা করছিল চলে আসা যায় কি না, সিরিজ বাদ দেওয়া যায় কি না। আসলে এটার কোনো সুযোগ নেই। যদি ২১ তারিখের পর আবার কোয়ারেন্টিন আবার বাড়ানো হলে তখন ওদের সাথে আলোচনায় যেতে পারব।’

অন্য যে কোনো দেশের তুলনায় নিউ জিল্যান্ডের কোয়ারেন্টিন বেশি কঠোর ‍উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ। এ কারণে সবার কোয়ারেন্টিনের সময় বাড়ানো হয়েছে। প্রথমবারের মত অমিক্রন শনাক্ত হওয়ায় নিউ জিল্যান্ড কোনো ঝুঁকি নিতে চায় না। একটা জিনিস মনে রাখতে হবে, অন্যান্য জায়গার কোয়ারেন্টিনের চেয়ে নিউ জিল্যান্ডের কোয়ারেন্টিন বেশি কঠোর। নিউজিল্যান্ডে সবার জন্যই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম। আমাদের অনুরোধে সেটা কমিয়ে ৭ দিন করেছিল। ২১ তারিখ আবার টেস্ট করবে। নেগেটিভ হলে আশা করি কোয়ারেন্টিন থেকে বের হয়ে অনুশীলন করতে পারবে।’

নিউ জিল্যান্ডের কন্ডিশন এমনিতেই বাংলাদেশের জন্য সব সময় কঠিন। সেখানে গিয়ে এখন পর্যন্ত জিততে পারেনি কোনো ম্যাচ। মাঠের ভেতরের মতো এখন মাঠের বাইরের পরিবেশও কঠিন হয়ে উঠছে। এর আগে ২০১৯ সালে টেস্ট সিরিজ খেলতে গিয়ে ক্রাইস্টচার্চ সিরিজের আগে এক শুক্রবার জুম্মার নামাজ পড়তে গিয়ে সন্ত্রাসী আক্রমণের মুখে পড়েছিল গোটা দল। অল্পের জন্য দলের সবাই প্রাণে বেঁচে গিয়েছিলেন। তারপর সেই টেস্ট না খেলেই দল দেশে ফিরে এসেছিল। এবার পড়েছে করোনার ফাঁদে। বিসিবি সভাপতি বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই আগেভাগে পাঠিয়েছিলাম। একে তো নিউ জিল্যান্ড, এর মধ্যে এত শর্ত। এই কন্ডিশনে ওদের খেলাটা কঠিন। ছেলেরা মানসিক ও শারীরিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের কাজ হবে ওদের উদ্বুদ্ধ করা। তাও তো দুটি প্র্যাকটিস ম্যাচ ছিল। একটা তো হবেই। আমরা চেষ্টা করছি আরেকটা রাখা যায় কি না। দলের প্রত্যেকের জন্য খুব খারাপ লাগছে। খুবন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘২১ তারিখের পর যদি আবার ২/৪ দিন বাড়ায়? এজন্য ওরা কিছু বলতে পারছে না। তাই ২১ তারিখের আগে কেউই কিছু বলতে পারছি না। ওরা যদি সিরিজ ৩/৪ দিন পিছিয়ে দেয়, তাহলে তো আমাদের না করার কোনো পথ নেই। আমাদের পর্যাপ্ত অনুশীলন সুবিধা না দিলে খেলা কঠিন। এটা আমরা ওদের জানিয়ে দিয়েছি।'

 

এমপি/এমএমএ/

 

Header Ad
Header Ad

বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিক্রিয়ায় ঢাকার বনানী এলাকায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিমের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, জনতা সেলিমের বাসায় আগুন দেয়। তবে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এর আগে, শেখ হাসিনার ভাষণ সম্প্রচারের ঘোষণার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় অংশ ভেঙে ফেলে। ওই রাতেই খুলনায় 'শেখ বাড়ি' ভাঙচুর করা হয়।

এছাড়া, কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হানিফের বাড়িতে হামলা হয়। গত দুদিনে আওয়ামী লীগের নেতাদের অন্তত ১৩টি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেখ মুজিবুর রহমান এবং শেখ পরিবারের সদস্যদের অর্ধশতাধিক ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।

Header Ad
Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ৭ কিশোর আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিগারেট-গাঁজাসহ সাত বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের লালন চত্বর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। তারা সকলেই এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, নিয়মিত অভিযান চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরবর্তীতে আটককৃতদের অভিভাবক ডেকে এনে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশের উপস্থিতিতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নাবালক হওয়ায় আটককৃতদের নাম ও ছবি প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে সহকারী প্রক্টর মাহমুদুল হাসান বলেন, 'আমরা হঠাৎ করেই লালনচত্ত্বরে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকেই তাদের আটক করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। সামনে আমরা আবাসিক হলগুলোতেও অভিযান পরিচালনা করব, যা সম্পূর্ণভাবে আকস্মিক হবে।'

রাতে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'অনেক সময় শিক্ষার্থীদের পরিচয়ে বহিরাগতরা প্রবেশ করে এবং নিজেদের বিশ্ববিদ্যালয়ের কেউ বলে পরিচয় দেয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে। নিরাপত্তার স্বার্থে তাদের উচিত পরিচয়পত্র সঙ্গে রাখা এবং যথাযথভাবে নিজেদের পরিচয় প্রদান করা।'

Header Ad
Header Ad

এবার অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

অভিনেত্রী সোহানা সাবা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর এবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোহানা সাবাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল করিম মল্লিক বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

এর আগে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ৭ কিশোর আটক
এবার অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা, খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর
সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
যুক্তরাষ্ট্রে প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন ফখরুল-খসরু-জাইমা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা
থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট
দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
৩২ নম্বরে হামলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা
দেহটা ছাড়া কোনোকিছুই আমার ছিল না, একসময় খুনিও ভাড়া হয়েছিল: পপি
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
৩২ নম্বরে ভাঙচুরে একটি মহলের ষড়যন্ত্র থাকতে পারে: বিএনপি নেতা হাফিজ উদ্দিন
৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা
নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল
ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!