দ্বিতীয় পর্বে উড়ছে সাইফ স্পোর্টিং
বড় বাজেটের দল গড়ে এমন কি জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়াকে দলে নেওয়ার পরও আশানুরূপ ভালো করতে পারছিল না সাইফ স্পোর্টিং ক্লাব। যে কারণে দ্বিতীয় পর্বের আগেই তার নেতৃত্বে পরিবর্তন আনে। জামাল ভুইয়াকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় রিয়াদুল হাসান রাফিকে। তার নেতৃত্বে রীতিমতো উড়ছে সাইফ স্পোর্টিং। আগের ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ তারা বিধ্বস্ত করেছে রহমতগঞ্জকে ৪-২ গোলে। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে উঠে এসেছে সাইফ স্পোর্টিং। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।
আজ মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাইফের হয়ে সব কটি গোলই করেন তাদের বিদেশি ফুটবলাররা। নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবোগে দুটি এবং রুয়ান্ডার এমেরি বাইসেঙ্গে ও নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে ওদোহ অপর গোলগুলো করেন। রহমতগঞ্জের হয়ে দুটি গোলই করেন দুই দেশি ফুটবলার আমিনুল ও আশরাফুল।
প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। প্রথম গোল পেতে সাইফকে মোটেই অপেক্ষা করতে হয়নি। ৪ মিনিটেই বাইসেঙ্গের গোলে এগিয়ে যায় সাইফ। ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা ওগবোগে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৮ মিনিটে সানডে ওদোহ গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। তৃতীয় গোল হজম করার পর রহমতগঞ্জ দুটি গোলই পরিশোধ করে ম্যাচ জমিয়ে তুলেন। ৬৩ মিনিটে এনামুল ও ৭৬ মিনিটে আশরাফুল গোল করেন। কিন্তু দুই গোল হজম করার পর সাইফের ফুটবলার আবার তেড়ে ফুড়ে উঠে। ৭৯ মিনিটে ওগবোগে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবার এগিয়ে নেন ৪-২ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং।
এদিকে সিলেট জেলা স্টেডিয়ামে চলতি মৌসুমে ডাবল জয়ী আবাহনী প্রথমে পিছিয়ে পড়েও পরে জুয়েল রানার দুই গোলে ২-১ ব্যবধানে বাংলাদেশের পুলিশের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আবাহনী পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে। ১৬ পয়েন্ট নিয়ে পুলিশের অবস্থান সাতে। ৩২ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস।
১৮ মিনিটে আল আমিনের গোলে পুলিশ এগিয়ে যায়। কিন্তু এই গোল হজম করে আবাহনী খুব বেশি সময় পিছিয়ে ছিল না। ২২ মিনিটে আবু সাঈদের (জুয়েল রানা) গোলে সমতায় ফিরে আবাহনী। ৬৮ মিনিটে তার গোলেই আবাহনী এগিয়ে যায়।
এদিকে প্রথম পর্বে সাইফের মতোই ধুকতে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্র দ্বিতীয় পর্ব শুরু করেছে তেড়েফুড়ে। কোচ সাইফুল বারি টিুটকে বদল করে দায়িত্ব দেওয়া হয় জুলফিকার মাহমুদ মিন্টুকে। তার কোচিংয়েই নতুন করে জ্বলে উঠেছে শেখ রাসেল। কুমিল্লার ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ৩২ মিনিটে আকিনাদের গোলে শেখ রাসেল এগিয়ে যায়। ৫১ মিনিটে আইজার আকমাতোভ দ্বিতীয় গোল করেন। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে শাখাওয়াত চট্টগ্রাম আবাহনীর হয়ে একটি গোল পরিশোধ করেন। এই জয়ে শেখ রাসেল ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। হেরে গিয়ে চট্টগ্রাম আবহনীর পয়েন্ট ২২। তাদের অবস্থান চারে।
এমপি/আরএ/