সেরা হওয়ার দৌড়ে বোলারদের ছিল হড্ডাহাড্ডি লড়াই
প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার প্রতি দলে সেরা একাদশে একজন করে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ ছিল। কিন্তু রেজিষ্ট্রেশন করার সুযোগ ছিল যত ইচ্ছে তত। কিন্তু খুব কম দলই পুরো মৌসুম একজন খেলোয়াড়কে খেলিয়েছে। যেসব দল খেলিয়েছে তারা তাদের অনেকেই আবার সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। তা হোক ব্যাাটিং কিংবা বোলিং। ব্যাটিংয়ে সরা পাচেঁ ছিলেন একজন মাত্র ব্যাটসম্যান।
লিজেন্ডস অব রূপগঞ্জের চিরাগ জানি। তিনি ১৫ ম্যাচে ৫৯৭ রান করে চতুর্থ সেরা ব্যাটসম্যান ছিলেন। এই চিরাগ জানি আবার বোলিংয়ে এক ধাপ বেশি এগিয়ে। ১৫ ম্যাচে ২৭ উইকেট নিয়ে তিনি আছেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৫ উইকেট নিয়েছে ২ বার।
সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট। ব্যাটিংয়ে সেরা পাঁচে চিরাগ জানি একা বিদেশি হলেও বোলিংয়ের সেরা পাঁচে তিনি একা নন। আছেন স্বদেশি পারভেজ রাসুলও। তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সব কটি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৮টি তার ৫ উইকেট আছে একবার। ২৯ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ব্যাট হাতে ২৯০ রানে করেছেন। হাফ সেঞ্চুরি আছে তিনটি।
শেখ জামাল চ্যাম্পিয়ন ও লিজেন্ডস অব রূপগঞ্জ রানার্সআপ হওয়ার পেছনে এই দুই ক্রিকেটারের নিজ নিজ দলের হয়ে রেখেছেন গুরুত্ব ভুমিকা।
ব্যাটিংয়ে এনামুল হক বিজয় প্রথম পর্বে নাঈম ইসলামের সঙ্গে তুমুল লড়াই করে সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে ছিলেন। কিন্তু সুপার লিগে তিসি অপ্রতদ্বিন্দ্বি হয়ে উঠেন। ১১৩৮ রান করে তিনি যেখানে সবার উপরে, সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাঈম ইসলামের রান ছিল অনেক কম ৮ ৫৯। কিন্তু বোলিংয়ে সেরা হতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। চিরাহগ জানির চেয়ে এক উইকেট বেশি পেয়ে দ্বিতীয় হয়েছেন পারভেঝ রাসুল। তার চেয়ে আবার এক উইকেট বেশি পেয়ে সবার উপরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ও প্রাইম ব্যাংকের রাকিবুল হাসান। তিনি ১৫ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ২৯টি। ইনিংসে তিনি কোন ৫ উইকেট নিতে পারেননি। তার সেরা বোলিং ৪০ রানে ৪ উইকেট।
প্রথম তিনটি স্থানে সেরা হওয়ার লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হলেও ইনজুরির কারণ জাতীয় দল থেকে বাদ পড়া আবাহনীর মোহাম্মদ সাইফউদ্দিন কিছুটা পিছিয়ে পড়ে চতুর্থ স্থানে আছেন। তার উইকেট ২২টি। সেরা ৩৮ রানে ৪টি। ব্যাটে হাতেও তিনি মোটামুটি সফল। রান করেছেন ২৭০। সর্বোচ্চ অপরাজিত ৬২। পাঁচে একই দলের বাঁহাতি স্পিনার তনভীর ইসলাম। তারও উইকেট ২২টি। তার সেরা বোলিং ৩৫ রানে ৩টি।
এমপি/এমএমএ/