সাফ ক্লাব কাপ করার পরিকল্পনা সালাহউদ্দিনের
চতুর্থ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হতে যাচ্ছেন কাজী সালাহউদ্দিন। এই পদে তিনি একাই প্রার্থী। ২৫ জুন নির্বাচন। শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। এরই মাঝে কাজী সালাহউদ্দিন প্রথমবারের মতো সাফ ক্লাব কাপ আয়োজনের উদ্যোগ নিয়েছেন। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জুন মাসেই প্রথম সভাতে তিনি এ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
শুক্রবার (২৯ এপ্রিল) বাফুফে ভবনে ইফতার মাহফিলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আগামী জুনে সাফের সভা রয়েছে। সেই সভায় সাফ ক্লাব কাপ নিয়ে আলোচনা করব’।
২০০৯ সালে প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সাফ ক্লাব কাপ করার পরিকল্পনা করে আসছেন। কিন্তু নানা কারণে তা আর বাস্তবায়ন করতে পারেননি। এবার সফল বাস্তবায়ন করতে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, ‘জুনের এই সভা থেকে একটি ফলপ্রসূ দিক নির্দেশনা যেন আসে সেইভাবে আমরা কাজ করব।’
ইউরোপে ক্লাব ফুটবল খুবই জনপ্রিয়। উয়েফা চ্যাম্পিয়নশিপের জনপ্রিয়তা আকাশচুম্বি। প্রতি বছরই এই আসর আয়োজন করে থাকে উয়েফা। এশিয়াও এএফসি ক্লাব অনুষ্ঠিত হয়ে থাকে। এই দুইটি আসরই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হয়ে থাকে। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে সাফ ক্লাব কাপ হোম অ্যান্ড অ্যাওয়ে আয়োজন করা সম্ভব হবে না। একটি নির্দিষ্ট ভেন্যুতে আয়োজন করা হবে। তবে সাফের প্রথম সভাতে এ নিয়ে আলোচনা হলেও এটি বাস্তবে রূপ নেবে ২০২৪ সালে। জুনে সাফের এজিএম। সেখানেই একটি মার্কেটিং প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে। তারাই এই আসর নিয়ে কাজ করবে।
এমপি/আরএ/