আড়াই বছর পর টেস্ট দলে মোসাদ্দেক
হঠাৎ করেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ডাকা হয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। তাকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ১৭ জনের হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নেওয়ার সংবাদ জানায়। সৈকতে দলে নেওয়া প্রসঙ্গে নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন বলেন, ‘সে (মোসাদ্দেক হোসেন সৈকত) এখন ভালো ফর্মে আছে। আমরা অনেক সময় চারজন বোলার নিয়ে খেলে থাকি। সে ক্ষেত্রে প্রয়োজন হলে সৈকত যাতে ১০/১৫ ওভার বোলিং করে সহায়তা করতে পারে, সে জন্য তাকে দলে নেওয়া হয়েছে। এ ছাড়া তার ব্যাটিংতো আছেই।’ এর আগে মেহেদি হাসান মিরাজ ইনুজরিতে পড়ে ছিটকে যাওয়াতে তার পরিবর্তে অফ স্পিনার নাঈম হাসানকে দলে নেওয়া হয়েছিল।
মোসাদ্দেক হোসেন সৈকত সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। টেস্টে বাংলাদেশ হেরেছিল ২২৪ রানে। সৈকত আটে ব্যাট করতে নেমে উভয় ইনিংসে রান করেছিলেন অপরাজিত ৪৮ ও ১৫। ৩ টেস্ট খেলে রান করেছেন ১৬৪। সর্বোচ্চ রান ৭৫।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামে ১৫ মে।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিট থাকা সাপেক্ষে), মোসাদ্দেক হোসেন সৈকত।
এমপি/আরএ/