রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

 ইংল্যান্ডকে ফলো অন করায়নি অস্ট্রেলিয়া

 

ইংল্যান্ডকে ফলোঅনে ফেলেও আবার ফলোঅন করায়নি স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে  অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টের  তৃতীয় দিন ইংল্যান্ডকে  ২৩৬ রানে অলআউট করে ২৩৭ রানে এগিয়ে থাকে। কিন্তু সবাইকে করে  দিয়ে নিজেরাই আবার ব্যাটিং করতে নেমে  ১ উেইকেট হারিয়ে করেছে   ৪৫ রান। ওয়ার্নার ১৩ রান করে ফিরে যান। হ্যারিস ২১ ও নেসার ২ রান নিয়ে আজ ব্যাট করতে নামবেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে  ৯ উইকেটে ৪৭৩ রান করে  ইনিংস  ঘোষণা করেছিল।

চলতি টেস্টে নেতৃত্ব পাওয়া  স্টিভেন স্মিথ তার পেসারদের বিশ্রাম দেয়ার জন্যই এ রকম সিদ্ধান্ত  নেয়া।  কারণ খেলার এখনো দুই দিন বাকি। এতে করে নিজেদের লিড যেমন অনেক বেড়ে যাবে, তেমনি তার পেসাররাও পূর্ন বিশ্রাম পেয়ে আবার ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর ঝাঁপিয়ে পড়তে পারবেন।

তৃতীয় দিনের খেলার উল্লেখযোগ্য দিক ছিল  ৪ উইকেট নিয়ে গোলাপী বলের  টেস্টে প্রথম বোলার হিসেবে মিশেল স্টার্কের  ৫০ উইকেট নেয়া।  ৬২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের অধিনায়ক নিজ দেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির মালিক বনে যান।  তার হাফ সেঞ্চুরি ৩৭টি।৩৬টি হাফ ঞ্চুরি করে  এতোদিন এই  অর্জনের মালিক ছিলেন  অ্যালিস্টার কুক।  এদিকে ৫ রানে অপরাজিত থাকা ইংল্যান্ডের ব্যাটসম্যান জিমি এন্ডারসন  ১০০ ইনিংসে অপরাজিত থাকার কীর্তি গড়েছেন।

ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বিপর্যস্ত অবস্থায় থেকে। ২ উইকেটে ১৭ রান নিয়ে খেলা শুরু করে। দ্বিতীয় দিন ১২ রানে হরিয়েছিল ২  উইকেট। দুই অপরাজিত ব্যাটসম্যান ডেবিড মালান ও অধিনায়ক জো রুট শক্ত হাতে হাল ধরে সেই অবস্থা কাটিয়ে উঠেন পুরোটাই। জুটিতে  ১৩৮ রান তারা যোগ  করেন। কিন্তু এই জুটি ভেঙ্গে যাওয়ার পর  আবার ব্যর্থতার ঘোর অমানিশা ভর করে। যে করণে  ২ উইকেটে ১৫০ রান থেকে ইনিংস শেষ হয় ২৩৭ রানে। ৮৭ রানে পড়ে শেষ ৮ উইকেট।  দ্বিতীয় দিনই ২ উইকেট নেয়া মিশেল স্টার্ক  আঘাত হানেন সেঞ্চুরির দিকে  ধাবিত হতে থাকা মালানকে ৮০ রানে। এর আগে  জো রুটকে  ৬২ রানে আউট করেন  আউট করে গ্রিনের বলে স্মিথের হাতে ধরা পড়েন।   এই দুই বৗাটসম্যান ৭ রানের ব্যবধান বিদায় নেয়ার পর  আর কেউ দাঁড়াতেই  পারেননি।  এ পর্যায়ে আঘাত হানেন প্রথম টেস্টের জয়ের নায়ক নাথান   লিয়ন। তিনি  তুলে নেন ৩ উইকেট। বেন স্টকসের ৩৪ ও  ওয়াকসের  ২৪ রান  করেন। বাদ বাকি কেউ দুই অংকের রান করতে পারেননি। স্টার্ক  ৩৭ রানে নেন ৪ উইকেট।   লিয়ন ৩ উইকেট নিতে খরচ করেন ৫৮ রান।  ক্যামেরুন গ্রিন ২৪ রানে নেন ২ উইকেট।

Header Ad
Header Ad

একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রকল্পগুলো অনুমোদন দেন। ছবি: সংগৃহীত

গ্যাস উত্তোলনের দুই প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার ৫৭৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন হয়েছে। ৯টি মন্ত্রণালয়ের ১৩টি প্রকল্পের মধ্যে ৯টিই নতুন। আর ৪ টি প্রকল্প সংশোধিত।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রকল্পগুলো অনুমোদন দেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
একনেকে অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে নতুন ৯টি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৭১ কোটি ২৮ লাখ ৩৮ হাজার টাকা। আর চারটি সংশোধিত প্রস্তাবের জন্য ৭ হাজার ৩৪১ কোটি ৩০ লাখ ৫৬ হাজার টাকা। সংশোধিত প্রকল্পগুলোতে নতুন করে ব্যয় বাড়ছে ৫০৮ কোটি টাকা।

একনেকে ১২৫৫ কোটি টাকা ব্যয়ে তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যা বাস্তবায়ন করবে গ্যাস ফিল্ডস কম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। প্রকল্পটিতে সরকার দিচ্ছে ৮৭২ কোটি টাকা। আর বাপেক্সের নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি টাকা। প্রকল্পটি জানুয়ারি ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৭ মেয়াদে বাস্তবায়িত হবে।

হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সিসমিক জরিপ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। ৪৫৪ কোটি টাকা ব্যয়ে জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে গ্যাস ফিল্ডস কম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। প্রকল্পটি বাস্তবায়নে ৩১২ কোটি টাকা দেবে সরকার। আর সিলেট গ্যাস ফিল্ডসের নিজস্ব অর্থায়ন ১৪১ কোটি টাকা।

অনুমোদন পাওয়া অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে চট্টগ্রাম মহনগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন প্রকল্প; মোংলা বন্দরের সুবিধাদি ও সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্প; ধান, গম ও ভুট্টার উন্নত বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প; বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ এবং উন্নয়ন প্রকল্প; ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট; সিলেট-১২নং কূপ খনন প্রকল্প; ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প; বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রাম জোন প্রকল্প; স্ট্রেন্থ সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রেইনট্রিগ্রেশন প্রকল্প; ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করা প্রকল্প; শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প।

এর বাইরে মেয়াদ বাড়ানোর জন্য একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোারেশনের কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা (দ্বিতীয় সংশোধিত ও চতুর্থবার মেয়াদ বৃদ্ধি) প্রজেক্ট। এছাড়া পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত চারটি প্রকল্প একনেকে অবগতির জন্য তোলা হয়।

এগুলো হচ্ছে প্রাণীসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প; অ্যাকুয়েট ইকোসিস্টেম কনভারসেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন দ্য নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট রিজন অব বাংলাদেশ ইউএসআইডি ইকোসিস্টেম প্রকল্প; চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং (ডিডিএসপি-বি) প্রজেক্ট। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প।

Header Ad
Header Ad

লাখ টাকা নিয়েও যাননি অনুষ্ঠানে, অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ

অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ। ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ না নেওয়ায় অভিনেত্রী অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ করেছে আয়োজকরা। গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অপু বিশ্বাসের।

জানা গেছে, পারিশ্রমিকের অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ায় বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগ পত্র জমা দিয়েছেন রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা।

অভিযোগ প্রসঙ্গে প্রিন্স রানা বলেন, গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের ‘সোনার থালা’ রেস্তোরাঁ উদ্বোধনের জন্য ১ লাখ টাকায় কনফার্ম করি।

কথা ছিল এদিন ৩টায় সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন। কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর অপু বিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন।

ঢালিউড তারকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

তখন তাকে বলি আমাদের অনুষ্ঠান এরই মধ্যে শেষ। আপনি ৫০ হাজার টাকা ফেরত পাঠান। তবে উল্টো তিনি বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।

তিনি বলেন, কামরাঙ্গীরচর ‘সোনার থালা’ উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি।

তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি।’ অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।

অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, ‌‘আসলে কামরাঙ্গীরচরের সেই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে অনেক কিছুই হয়ে গেছে, তা সবারই জানা। যারা আয়োজক ছিলেন তারা শিল্পী সমিতিতে কী অভিযোগ করেছেন তা আমি জানি না।

শুধু এতটুকু বলবো আমি শিল্পী, তাদেরকে আমি চিনিও না। তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকায় কনফার্ম করে। আমি যেহেতু ঢাকায় থাকি যে ক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক ওদিক হতেই পারে। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠানটি শেষ করে ফেলে আর আমার কাছে অগ্রিম দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চায়। আমি প্রফেশনাল মানুষ, আমি আমার পারিশ্রমিক চাই।’

Header Ad
Header Ad

লাল গালিচায় খালে নেমে তিন উপদেষ্টার খননের উদ্বোধন

লাল গালিচায় খালে নেমে তিন উপদেষ্টার খননের উদ্বোধন। ছবি: সংগৃহীত

লাল গালিচায় খালে নেমে ভাসমান স্কেভেটরে উঠে খাল খননের উদ্বোধন করেছেন বর্তমান সরকারের তিন উপদেষ্টা। রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৩ তে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির ৬ টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আগের মেয়ররা এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনও আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন। আগে হয়তো লালগালিচা ছিলো না কিন্তু এখন আছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি এটা খেয়াল করিনি, হয়তো আপনি সেটা খেয়াল করেছেন। আগে খাল উদ্ধার হয়নি কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কি? এমনটা মনে হলে আমরা করবোটা কি? আমাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না কিন্তু শুরুটা তো করে দিতে পারি।

এদিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের প্রথম ধাপে ঢাকা উত্তরের ৪টি এবং ঢাকা দক্ষিণের ২টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। মিরপুর-১৩ এর বাউনিয়া খালের অংশে প্রথমে কার্যক্রম শুরু হয়।

সরকারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
লাখ টাকা নিয়েও যাননি অনুষ্ঠানে, অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ
লাল গালিচায় খালে নেমে তিন উপদেষ্টার খননের উদ্বোধন
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক
৯ জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার
অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ
গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে ব্রিটিশ গোয়েন্দারা
শেফিল্ড অভিষেকেই আলো ছড়ালেন হামজা চৌধুরী, হলেন ম্যাচসেরাও
ভাতা ও চিকিৎসার দাবিতে গণ–অভ্যুত্থানে আহতদের রাস্তায় ব্যারিকেড
আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি
সরকারে থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
বাংলাদেশের ‘দারিদ্র্য’ নিয়ে প্রতিবেদনে নিজ দেশেরই ছবি প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘হিজাব র‍্যালি’
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
প্রতিটি ডলারের পাল্টা জবাব দেওয়া হবে: ট্রাম্প শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী প্রার্থী  
সেই ইমনের ব্যাটে চড়েই কোয়ালিফায়ারে চিটাগাং
সুুষ্ঠু নির্বাচনে বাঁধা দিলে বিচারের মুখোমুখি হতে হবে: জামায়াতের নায়েবে আমির