কমতে পারে বিপিএলের দল ও ভেুন্য!
করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ভালোভাবেই থাবা বসিয়েছে। বাংলাদেশেও নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া শুরু হয়েছে। জিম্বাবুয়ে থেকে ফিরে আসার নারী ক্রিকেট দলের তিন সদস্যের অমিক্রন ধরা পড়েছে। দেশে আর কারো এখন অমিক্রন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এই অমিক্রনের প্রভাব ভালোভাবেই পড়তে পারে বিপিএলে। কমিয়ে আনা হতে পারে দল ও ভেন্যু। এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অমিক্রনে আক্রান্ত হওয়ার পর গোটা দলের আইসোলেশনের সময় বাড়ানো হয়েছে ২১ ডিসেম্বর পর্যন্ত। এরই মাঝে দলের সবার করোনা পরীক্ষা করানো হবে। যদি সেখানে আরো সদস্য করোনায় আক্রান্ত হন সেক্ষেত্রে দুই দেশের টেস্ট সিরিজ শুরু শঙ্কায় পড়ে যেতে পারে। বিষয়টি নিয়ে আজ শনিবার (১৮ ডিসেম্বর) হঠাৎ করেই জরুরি সভায় বসে বিসিবি। সভা শেষে মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বাংলাদেশ দলের আইসোলেশন সময় ২/৩ বাড়ানো হলে সিরিজও কয়েকদিন পিছিয়ে যেতে পারে। এতে করে এর প্রভাব পড়বে বিপিএলে।
পাপন বলেন. ‘আমাদের খেলোয়াড়রা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওরা টানা কোয়ারেন্টিনে আছে। সূচি অনুযায়ী যেদিন আসার কথা সেদিন আসলেও তার ৪/৫ দিন পর বিপিএলের জন্য জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হতো। আমরা চাচ্ছিলাম ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু করব। ফ্র্যাঞ্চাইজিরা চাচ্ছে ওদের বায়োবাবলে থেকে ওদের কোচিং স্টাফের অধীনে অনুশীলন করবে। যেদিন বিপিএল শেষ হওয়ার কথা সেদিন আবার আফগানিস্তান আসবে বাংলাদেশে। মানে আবার বায়োবাবল। এই সিরিজ শেষ করার ৪/৫ দিন পরই উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকায়। এভাবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত টানা চলবে। কোনো বিরতি দেওয়া যাচ্ছে না। মানসিক ও শারীরিকভাবে তারা একেবারেই ক্লান্ত। অনেক খেলোয়াড় চিন্তা করছিল চলে আসা যায় কি না, সিরিজ বাদ দেওয়া যায় কি না। আসলে এটার কোনো সুযোগ নেই। যদি ২১ তারিখের পর আবার কোয়ারেন্টিন বাড়ানো হলে তখন ওদের সাথে আলোচনায় যেতে পারব।’
এ কারণে বিপিএল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। বোর্ড সভাপতি বলেন, ‘কীভাবে করব বিপিএল? কতটুক সময় পাব? আমরা যে পরিকল্পনা করেছি সেই অনুযায়ী নাও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে-যারা ওখানে আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ২/৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।’
এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘৩টা ভেন্যুর জন্য ৬ দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি। ৬টি জায়গায় ৫টি দল করলে আমরা ৪/৫ দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব।’
এ রকম পরিস্থিতিতে বিপিএল কি বাদ দেওয়া যায় না? সেটিও সম্ভব হচ্ছে না। বিসিবি সভাপতি বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে বলেন, ‘বিপিএলের দুইটি ইস্যু আছে। একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। বিপিএলের সাথে তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। এই দুই সিরিজের চেয়ে বিপিএল গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা গুরুত্বপূর্ণ।’
এমপি/এসআইএইচ