রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সেমিফাইনালে কোরিয়া, অপেক্ষায় পাকিস্তান

পাঁচ দলের আসরে শীর্ষে থাকা চার দল খেলবে সেমিফাইনালে। যে এক দল বাদ পড়বে বা বাদ পড়ার সম্ভাবনা খুব বেশি সেই দলটি হলো স্বাগতিক বাংলাদেশ। যে কারণে তৃতীয় ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়েও সেমিতে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। আজ শনিবার( ১৮ ডিসেম্বর) তারা কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে।

সবার আগে এবারের আসরের খেলা শেষ করেছে কোরিয়া। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা ভারতের পরই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামীকাল রবিবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শেষ খেলা। বাংলাদেশ দিনের পরের ম্যাচে মাঠে নামবে জাপানের বিপক্ষে। এই ম্যাচে যদি তারা জিততে পারে কিংবা ড্র করে তাহলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশও শামিল হবে সেমিতে যাওয়ার লড়াইয়ে।

কোরিয়া ৪ ম্যচের তিনটিতেই ড্র করেছে। ভারতের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর জাপানের সঙ্গে ড্র করেছিল ৩-৩ গোলে। তৃতীয় ম্যাচে তারা বাংলাদেশের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয়ী হয়েছিল। পাকিস্তান জাপানের সঙ্গে প্রথম ম্যাচ গোলশুন্য ড্র করার পর ভারতের কাছে হেরেছিল ১-৩ গোলে।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দুই দলের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। একবার কোরিয়া এগিয়ে যায়। পরে পাকিস্তান সমতায় ফিরে। আবার পাকিস্তান গোল করে এগিয়ে যায়। কোরিয়া সমতা এনে আবার এগিয়ে যায়। পাকিস্তান আবার সমতা আনে। এভাবে খেলাটি প্রানবন্ত হয়ে উঠেছিল।

ম্যাচে পেনাল্টি কর্ণার হয়েছে ১১টি। পাকিস্তান ৬টি, কোরিয়া ৫টি। পাকিস্তান ২টি সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেয়। কোরিয়া একটি পেনাল্টি কর্ণার থেকে পরে পেনাল্টি স্ট্রোক হলে সেখান থেকে একটি গোল পায়। ম্যাচে এক পর্যায়ে কোরিয়া ৪টি পেনাল্টি কর্ণার পেয়েও কাজে লাগোতে পারেনি।

চার কোয়ার্টারের মাঝে প্রথম দুই কোয়ার্টারে দুই দল একটি করে গোল করে। প্রথমে কোরিয়া, পরে পাকিস্তান। শেষ দুই কোয়ার্টারে দুই দল আবার দুটি করে গোল করে। এবার প্রথমে পাকিস্তান গোল করার পর কোরিয়া গোল পরিশোধ করে। পরে কোরিয়া গোল করার পর পাকিস্তান গোল পরিশোধ করে।

কিউ কিম বিউমের ফিল্ড গোলে ১৪ মিনিটে এগিয়ে যায় কোরিয়া। ২৪ মিনিটে আফরাজের ফিল্ড গোলে সমতায় ফিরে পাকিস্তান। ৩৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে ২-১ গোলে এগিয়ে যায় পাকিস্তান। এরপর কোরিয়া পরপর চারটি পেনাল্টি কর্ণার পেয়েও কাজে লাগাতে পারেনি। ৪২ মিনিটে জি উও চিওনের গোল করে খেলায় আবার সমতায় নিয়ে আসেন। শেষ কোয়ার্টারে পাকিস্তান পরপর দুইটি পেনাল্টি কর্ণার পেয়েও কাজে লাগাতে পারেনি। ৫৫ মিনিটে কোরিয়া পেনাল্টি কর্ণার পায়। সেখান থেকে পায় পেনাল্টি স্ট্রোক। জং হিউন গোল করে কোরিয়াকে আবার লিড এনে দেন। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে পাকিস্তান আবার পেনাল্টি কর্ণার পায়। সেটিকে কাজে লাগিয়ে ৩-৩ গোলে সমতা আনে দলটি। এরপর আর কোনো দল গোল করতে পারেনি।

এমপি/এসআইএইচ/

Header Ad
Header Ad

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের পানিতে ডুবে ৩ স্কুল শিক্ষার্থীর মৃত্যু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত শিক্ষার্থীরা হলেন, রাফি (১৫), কৃষ্ণ (১৫) ও সারজিল (১৬)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে গোসলে নেমে এই তিন শিক্ষার্থী নিখোঁজ হন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মমিন বলেন, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের কয়েকজন বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। গতকাল শনিবার দুপুরে ছয়জন ফুলজোড় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়।

কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে গোসলে নেমে এই তিন শিক্ষার্থী নিখোঁজ হন। ছবি: সংগৃহীত

এ বিষয়ে কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর পানির গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় তাৎক্ষণিকভাবে নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

উল্লেখ, শনিবার (১ ফেব্রুয়ারি) ঝাঁটিবেলাই গ্রামের জারিফের বাড়িতে শহর থেকে ৫ বন্ধু বেড়াতে আসে। বেড়াতে এসে তারা ৬ জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ৩ জন নদীতে ডুবে যায়। অপর ৩ জন সাঁতরে উঠে আসে।
 
নিখোঁজ হয় ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬)। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
 
খবর পেয়ে সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাতে নিখোঁজ রাফিনের মৃতদেহ উদ্ধার করে তারা। সকালে আরও দুই জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

 

Header Ad
Header Ad

পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার

প্রতীকী ছবি

সন্তান জন্মদানের জন্য নারীর পাশাপাশি পুরুষেরও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। অনেকক্ষেত্রে পুরুষের প্রজনন ক্ষমতা দুর্বল থাকার কারণে নারী সন্তান ধারণে ব্যর্থ হয়। খাদ্যাভ্যাস এক্ষেত্রে বড় একটি বিষয়। প্রতিদিন কী খাচ্ছেন তার ওপর নির্ভর করে আপনার প্রজনন ক্ষমতা কেমন থাকবে।

নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়ার বিকল্প নেই। অনেক আগে একটা সময় ছিল যখন সন্তান না হলে তার জন্য নারীকে দায়ী করা হতো। এখন নানা পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে মূল সমস্যা শনাক্ত করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে পুরুষও দায়ী হতে পারেন এই সমস্যার জন্য। বর্তমানে পুরুষের মধ্যেও বন্ধ্যাত্বের সমস্যা বেড়ে চলেছে। কিছু খাবার রয়েছে যা পুরুষের শুক্রাণুর সংখ্যা বাড়াতে কাজ করে। ফলে বাড়ে প্রজনন ক্ষমতা। চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

চলুন জেনে নেওয়া যাক ফার্টিলিটি বাড়াতে পুরুষেরা কী খাবেন-

ব্রোকলি। ছবি: সংগৃহীত

ব্রোকলি

অনেকটা ফুলকপির মতো দেখতে সবুজ রঙের এই সবজি শরীরের নানা উপকার করে থাকে। খাবারের তালিকায় নিয়মিত রাখুন ব্রোকলি। এই সবজিতে থাকা বিভিন্ন খাদ্যগুণ শরীর সুস্থ রাখতে কাজ করে। ব্রকোলিতে থাকা বিটা ক্যারোটিন, ভিটামিন সি ও পটাশিয়াম প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আপেল

প্রতিদিন একটি করে আপেল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে কাজ করে আপেলে থাকা খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন আপেল। এতে উপকার পাবেন। আস্ত আপেল খাওয়ার পাশাপাশি আপেলের জুস করেও খেতে পারেন।

 ফোলেট

ফোলেট ডিএনএ সংশ্লেষণ এবং শুক্রাণু উৎপাদনে ব্যবহৃত হয়। এটি খাদ্যতালিকায় যোগ করা গুরুত্বপূর্ণ। ফোলেটের কিছু সমৃদ্ধ উৎসের মধ্যে রয়েছে পাতাযুক্ত সবুজ শাক, মটরশুটি, মসুর ডাল এবং ফোর্টিফাইড সিরিয়াল।

কলা। ছবি: সংগৃহীত

কলা

কলা এমন একটি ফল যা সারা বছর পাওয়া যায়। খেতে সুস্বাদু আবার সহজলভ্যও। সেইসঙ্গে এতে থাকা বিভিন্ন পুষ্টিগুণ শরীরের নানা উপকার করে। কলায় রয়েছে ব্রোমেলিন এনজাইম। পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে কাজ করে এই ফল।

ডিম

সকালের নাস্তায় ডিম রাখতে পারেন। ডিমে থাকে ভিটামিন বি, ভিটামিন ডি, প্রোটিন, লিউটিন ইত্যাদি। এসব উপাদান প্রজনন ক্ষমতা বাড়ায়। ডিম দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খেতে পারেন। সেদ্ধ ডিম খেলেও উপকার পাবেন।

 

Header Ad
Header Ad

অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ‘খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হত। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়। তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি।’

এসময় তিনি আরও বলেন, ‘ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা হবে শহরের জন্য রোল মডেল।’

এছাড়া এদিন বর্ষার আগেই ছয়টি খালের খনন কাজ শুরু হবে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আগে সমন্বয়ের অভাব ছিল। তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে সময় লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি।’

প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘খাল খনন কাজ শুরু হবে আগে। এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধারের সময় অনেক বাধা আসবে, তা সবাইকে মিলে রুখতে হবে।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি করা হয়েছে। তবে এখন থেকে আমরা তা পরিবর্তন করবো।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার
অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ
গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে ব্রিটিশ গোয়েন্দারা
শেফিল্ড অভিষেকেই আলো ছড়ালেন হামজা চৌধুরী, হলেন ম্যাচসেরাও
ভাতা ও চিকিৎসার দাবিতে গণ–অভ্যুত্থানে আহতদের রাস্তায় ব্যারিকেড
আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি
সরকারে থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
বাংলাদেশের ‘দারিদ্র্য’ নিয়ে প্রতিবেদনে নিজ দেশেরই ছবি প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘হিজাব র‍্যালি’
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
প্রতিটি ডলারের পাল্টা জবাব দেওয়া হবে: ট্রাম্প শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী প্রার্থী  
সেই ইমনের ব্যাটে চড়েই কোয়ালিফায়ারে চিটাগাং
সুুষ্ঠু নির্বাচনে বাঁধা দিলে বিচারের মুখোমুখি হতে হবে: জামায়াতের নায়েবে আমির
নওগাঁয় বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর
বই ছাপানোর আগে বাংলা একাডেমি পড়তে দেয়া হাস্যকর : ফারুকী    
ঈদ পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান  
মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক তরুনীর দুলাভাই হাসপাতালে  
বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, জানালো বিসিবি