আর্ন্তজাাতিক রেটিং দাবায় সাগর চ্যাম্পিয়ন
মার্সেল আমন্ত্রণমূলক আর্ন্তজাাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আর্ন্তজাাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সাগর ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়েছেন।
সাত পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ রানারআপ হয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে পেয়েছেন ৪ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী তৃতীয়, শেখ রাসেল চেস ক্লাবের শফিক আহমেদ চতুর্থ, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান পঞ্চম ও শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসন পল্লব ষষ্ঠ স্থান লাভ করেন।
ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় সপ্তম, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের মো. শরীয়তউল্লাহ অষ্টম ও একই ক্লাবের টুটুল ধর নবম স্থান লাভ করেন।
বুধবার ( ২৭ এপ্রিল) নবম বা শেষ রাউন্ডের খেলায় আর্ন্তজাাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগর ফিদে মাস্টার সেখ নাসিরের সঙ্গে ও ক্যান্ডিডেট মাস্টার শাওন মাসুমের সঙ্গে ড্র করেন। পল্লব ক্যান্ডিডেট মাস্টার নীড়কে, অনত রিপনকে, ফিদে মাস্টার মাহফুজ আব্দুল মোমিনকে, টুটুল ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেনকে, শরীয়ত মো. আবু হানিফকে, ফিদে মাস্টার আমিনুল আব্দুল্লাহ আল রাইসনকে, ফিদে মাস্টার জাভেদ মো. আবজিদ রহমানকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল জারিনকে ও স্বর্নাভো ক্যান্ডিডেট মাস্টার মো. জামাল উদ্দিনকে পরাজিত করেন।
শফিক জাবেদের বিরুদ্ধে ওয়াক-ওভার লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসি এর সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
বিজয়ীদের নগদ এক লক্ষ আশি হাজার টাকা অর্থ পুরস্কার ও ওয়ালটন সামগ্রী প্রদান করা হয়। চ্যাম্পিয়ন মিনহাজ নগদ পঞ্চাশ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী, রানার-আপ শেখ নাসির ত্রিশ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী ও তৃতীয় অনত নগদ বিশ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কার পুরস্কাল লাভ করেন।
এমপি/এমএমএ/