বাতিল হচ্ছে না নিউ জিল্যান্ড সিরিজ
ফাইল ছবি
নিউ জিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। নির্ধারিত সময়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজটি মাঠে গড়াবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গত ৯ ডিসেম্বর নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ টেস্ট দল। ১০ ডিসেম্বর নিউ জিল্যান্ডে যাওয়ার পর শুরু হয় কোয়ারেন্টিন। সেই হিসেবে কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু হয় এক সপ্তাহের মাথায়।
দুই দিন অনুশীলনের পর গোটা দলকে আবারও আইসোলেশনে পাঠানো হয়। করোনা পজিটিভ হওয়ায় স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। অধিনায়ক মুমিনুল হকসহ ৪ ক্রিকেটারের কোয়ারেন্টিন বর্ধিত করা হলেও নিউজিল্যান্ড সরকারের নির্দেশনায় পুরো দলই অনুশীলনের অনুমতি হারায়।
এরপর নিউ জিল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা দেখা দেয়। গুঞ্জন উঠেছিল, বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরতে পারে। এ নিয়ে আজ শনিবার আলোচনায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (১৮ ডিসেম্বর)।
তবে বোর্ডের জরুরি সভা শেষে নিউজিল্যান্ড সিরিজের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মুমিনুল-মুশফিকরা তাই সিরিজ সম্পন্ন করে তবেই ফিরবেন দেশে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠায় ক্রিকেটারদের অনেকে দেশে ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু পাপনের ভাষায়, ‘এই মুহূর্তে সিরিজ সম্পন্ন না করার কোনো সুযোগ নেই।’
এসএ/