শপথ অনুষ্ঠানে অংশ নিলো ক্রিকেটার পরিবার
বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে সকল স্তরের মানুষের সঙ্গে শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও কর্মকর্তারা।
বিসিবির পক্ষ থেকে আগের দিনই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল তারা এই শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। বিসিবির আয়োজনে না চাইতেই জাতীয় দলের সাবেক বেশ কিছু ক্রিকেটার সেখানে অংশ নিয়েছিলেন।
বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছর ‘শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ’ নামে প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়ে থাকে। যেখানে মূলত অংশগ্রহণ করে থাকেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। আজও ছিল সেই প্রদর্শনী ম্যাচ। খেলা শেষে তারা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যেখানে ছিলেন ১৯৭১ সালে ব্যাটে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে ব্যাট করতে নামা সাবেক অধিনায়ক রকিবুল হাসানও।
এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, পরিচালকদের মাঝে ইফতেখার রহমান মিঠু, জালাল ইউনুস, আকরাম খান, ডা. ইসমাইল হায়দার মল্লিক, ফাহিম সিনহা, শেখ সোহেল, ওবায়েদ নিজাম, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, শহীদ জুয়েলের বড় বোন সুরাইয়া খানম। জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
উপস্থিতির তালিকায় ছিলেন নারী ক্রিকেট দল, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ও হুইল চেয়ার ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
পিএম/এএন