ভারতের বিপক্ষে হার মেনেই খেলতে নামবে বাংলাদেশ
এমনিতেই হকি দল খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় না। সেখানে করোনা এসে আরো ভালোভাবেই দাড়ি টেনে দিয়েছিল। অবশেষে ৪০ মাস পর জিমি-রানারা স্টিক হাতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন আগামীকাল বুধবার। তাদের সেই সুযোগ করে দিয়েছে এশিয়ান হকির সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। ভারত তাদের ম্যাচে কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।
বাংলাদেশ সর্বশেষ আর্ন্তজাতিক ম্যাচ খেলেছিল ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে। কিন্তু ভারতের খেলা থেমে ছিল না। তারা খেলার মাঝেই ছিল। সর্বশেষ খেলে এসেছে অলিম্পিক। যেখানে তাদের অর্জন ছিল ব্রোঞ্জ। বিশ্ব র্যাঙ্কিয়েও তাদের অবস্থান তিনে। তাদের অলিম্পিক জয়ী দলের সবাই আসেনি। সেই দলের সাতজন আছেন বর্তমান দলে।
এশিয়ার সব পরাশক্তি অংশ নিচ্ছেন এই আসরে। যে কারণে বাংলাদেশের কোনো টার্গেট নেই আসরজুড়ে। যতটুকু সম্ভব ভালো খেলা আর অভিজ্ঞতা অর্জনই প্রতিপাদ্য বিষয়। দলপতি আশরাফুল ইসলাম রানার কথা সে রকমই। কিন্তু কোচ গোপীনাথের আশা লড়াই করা।
কোচ গোপীনাথ দীর্ঘদিন যাবৎ জিমি-রানাদের তালিম দিয়ে আসছেন। যদিও সেটা লাগাতার ছিল না। মাঝে দীর্ঘ সময় তিনি দলের দায়িত্বে ছিলেন না। কাকতলীয়ভাবে ৪০ মাস আগে সর্বশেষ ম্যাচে তিনি ছিলেন দলের কোচ। এই আসরেও তিনি কোচ। এবার দায়িত্ব পেয়েছেন আসর শুরু হওয়ার কিছুদিন আগে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয় কোচের কথা, ‘ভারতের বিপক্ষে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই। এর জন্য দলের খেলোয়াড়রা শতভাগ প্রস্তুত। মনে রাখতে হবে ভারত কিন্তু অলিম্পিক ব্রোঞ্জ জয়ী। তারা খেলার মাঝেই ছিল।’
দলপতি আশরাফুল ইসলাম ড্র করার আশাও করছেন না। তিনি ধরেই নিয়েছেন তারা হারবেন। হারের ব্যবধান যতোটা কম রাখা যায়, সেদিকেই নজর থাকবে তাদের। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা জয়ী হবো কিংবা ড্র করব এটা বলা মোটেই উচিত হবে না। আমরা চেষ্টা করব হারের ব্যবধান কম রাখতে ২-১ কিংবা ৩-১ এ রকম।’
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ভালো। আমরা মাঠে নামব তাদের বিপক্ষে ভালো খেলা উপহার দিতে। কোচ আমাদের যেভাবে টেকনিক-টেকটিস শিখিয়েছেন, আমরা যদি সেগুলো শভভাগ মাঠে দিতে পারি। তাহলে ভালো কিছু সম্ভব। এই ভালো কিছু মানে হারের ব্যবধান কম থাকা।’
রানারা মাঠে নামার পরদিনই বাংলাদেশের বিজয় দিবস। স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে মহা ধুমধামে। সেখানে ভারতকে হারিয়ে সেই উদযাপনে নতুন রং লাগানো কী সম্ভব নয়? জবাব দিতে গিয়ে সেই পথে মোটেই হাঁটতে চাননি তিনি। দলপতি বলেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। আমি আগেই বলেছি ওরা অলিম্পিকে পদক পাওয়া দল। ওদের সঙ্গে আমাদের পার্থক্য কিন্তু স্পষ্ট। র্যাঙ্কিয়ে অনেক এগিয়ে। ওদের সঙ্গে আমরা জিতব আমার এমন মনে হয় না। জেতা সম্ভব বলব না। তবে ভালো একটা খেলা উপহার দেওয়া সম্ভব।
এমপি/এসআইএইচ/