রোহিতের আনন্দের উল্টো পিঠে বেদনা! খেলবেন না কোহলি
খুবই অল্প সময়ের মাঝেই মুদ্রার এপিঠ-ওপিঠ দুই পিঠই দেখলেন দুই ফরম্যাটে ভারতের নতুন দলপতি। টি-টোয়েন্টি পর ওয়ানডে অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। দুই জায়গাতেই আগে অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। অধিনায়কত্বের সঙ্গে টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয় তাকে। এমন সুখ সাগরে সাঁতার কাটতে থাকা রোহিত শর্মা, অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে দক্ষিণ আফ্রিকা যাওয়ার ভাবনায় মশগুল ছিলেন। কিন্তু তার সেই সুখ সাগরে কাঁটা বিছিয়ে দিয়েছে ইনজুরি।
নেতৃত্ব দিতে যখন প্রহর গুণনছিলেন বিমানে চড়ার। ঘরের মাঠে কোয়ারেন্টিনও শুরু করে দিয়েছিলেন। তখনই আঘাত হানে ইনজুরি। তাকে ছিটকে দিয়েছে টেস্ট সিরিজ থেকে। এদিকে ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন এই ফরম্যাটে সদ্য নেতৃত্ব হারানো বিরাট কোহলি। ১৬ ডিসেম্বর বিশেষ চার্টাড বিমানে দক্ষিণ আফ্রিকা যাবে ভারতীয় ক্রিকেট দল।
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে মুম্বাইতে শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টিন। সোমবার মুম্বাই ক্রিকেট সংস্থা একাডেমি মাঠে দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে রোহিত শর্মাও নেট অনুশীলন শুরু করেন। রঘুর একটি বল আচমকা লাফিয়ে উঠে রোহিতের গ্লাভসে লাগে। ব্যথায় তখনই কাতরাতে থাকেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মনে হয়েছিল তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ব্যথা বেড়ে যায়। টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হয় রোহিতকে।
রোহিতের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ভারতের 'এ' দলের দলপতি প্রিয়াঙ্কা পানচালকে। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে বক্সিংডেতে শুরু হবে দুই দেশের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। তিন টেস্টের সাথে ভারত খেলবে তিনটি ওয়ানডে ম্যাচও। আশা করা যাচ্ছে রোহিত ওয়ান ডে সিরিজে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ জানুয়ারি। এখনো এক মাসের বেশি সময় আছে।
রোহিত শর্মা সুস্থ হয়ে ওয়ানডে দলে যোগ দিতে পারলেও, পাবেন না মাত্রই নেতৃত্ব হারানো বিরাট কোহলিকে। কোহলির মেয়ে ভামিকার প্রথম জন্মদিন ১১ জানুয়ারি। মেয়ের জন্মদিন পরিবারের সঙ্গে পালন করবেন, আগে থেকেই বিসিসিআইকে জানিয়ে রেখেছিলেন কোহলি।
এমপি/কেএফ/