শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল পাকিস্তান

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরে যায় পাকিস্তান। এবার নিজেদের মাঠে পাকিস্তান নেমেছে ওয়েস্ট ইন্ডিজকে ঘায়েল করতে।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে করাচিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে ৬৩ রানে। আগে ব্যাট করে পাকিস্তান ৬ উইকেটে ২০০ রান করে। জবাব দিতে নেমে সফরকারীরা মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলতে থাকা পাকিস্তান একটি মাত্র ম্যাচ হেরে বিদায় নিয়েছিল। সেই ম্যাচটি ছিল সেমিফাইনাল। এরপর সেখান থেকেই তারা চলে আসে বাংলাদেশে।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তারা বাংলাদেশকে তুলোধুনো করে ছাড়ে। বাদ যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজও। দলের সাফল্য আসে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের সমষ্টিতে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিল অপ্রতিরোধ্য পাকিস্তান।

এখানে সবার আগে নাম আসবে রিজওয়ানের। চলতি বছর টি-টোয়েন্টি সংস্করণে আছে দুর্দান্ত ফর্মে। তার ব্যাট হেসেছে আবারও। ৫২ বলে খেলেন ৭৮ রানের ইনিংস। ছিল ১০টি চার।

হায়দারের ইনিংস ছিল টর্নেডো গতিতে। ৪৯ বলে ৪ ছক্কা ও ৬ চারে খেলেন ৬৮ রানের ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে এ দুই দিনে যোগ করেন ১০৫ রান। পরে নেওয়াজ ১০ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেললে পাকিস্তানের সংগ্রহ হয় আকাশ ছোঁয়া। টস হেরে ব্যাট করতে নামার পুরো ফায়দা তুলে নেয়। যদিও শুরুতেই দলপতি বাবর আজম ও ফখর জামানকে হারিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজ দলে নিয়মিত অনেক খেলোয়াড় ছিলেন না। আবার টার্গেট বিশাল। রান অতিক্রম করাটা তাদের জন্য কঠিনই! সেই কাজ আরও কঠিন করে তুলেন পাকিস্তানের পেসাররা। মোহাম্মদ ওয়াসিম ও সাদাব খানের তোপে পড়ে ইনিংসে একটিবারের জন্যও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বাড়তে থাকে হারের ব্যবধান।

সর্বোচ্চ ২৪ রান করেন স্মিথ। পাওয়েল ২৩ ও শেফার্ড ২১ রান করেন। ওয়াসিম ৪০ রানে নেন ৪ উইকেট। সাদাব ৩ উইকেট নিতে খরচ করেন ১৭ রান। ম্যাচ সেরা হয়েছেন হায়দার আলী। ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে করাচিতেই।

এমপি/এসএন

Header Ad
Header Ad

ঈদ পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান  

ছবিঃ সংগৃহীত

লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মূল চিকিৎসা শেষ। এখন তিনি ছেলে তারেক রহমানের বাসায় থেকে অন্যান্য চিকিৎসা নিচ্ছেন। শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। দেশে ফেরা নির্ভর করছে তাঁর সিদ্ধান্তের ওপর। ফেরার আগে দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চূড়ান্ত চেকআপ করানো হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে শুক্রবার রাতে সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‌‘ম্যাডামের মূল চিকিৎসা শেষ বলা যায়। এখন ফলোআপ করতে হবে। ছেলে, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে আনন্দে সময় পার করায় মানসিক অবস্থা বেশ ভালো। তিনিও শিগগির দেশে ফিরতে চান। তবে তারেক রহমান চাচ্ছেন, ঈদুল ফিতর পর্যন্ত মাকে কাছে রাখতে। ফলে ম্যাডাম ঠিক কবে দেশে ফিরবেন, এটি তাঁর সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।’

খালেদা জিয়া চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি যুক্তরাজ্যে যান। লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন তাঁর চিকিৎসা চলে। এর পর ২৪ জানুয়ারি রাতে ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া।

সম্প্রতি লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। কিডনিতে কিছুটা সমস্যা থাকলেও উদ্বেগের কিছু নেই।

জানা যায়, খালেদা জিয়া না ফিরলেও সপ্তাখানেকের মধ্যে কয়েকজন সফরসঙ্গী চিকিৎসক দেশে ফিরবেন। এর পর তারা জুমে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থাকবেন। বাকি সদস্যরা শেষ পর্যন্ত থেকে যাবেন লন্ডনে।

দু’দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। তিনি বলেছেন, ‘চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো’। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। তাঁর বেশ কিছু পরীক্ষা লন্ডন ক্লিনিক করেছে, যা আমরা করতে পারিনি। সেগুলোর রিপোর্ট এখনও হাতে আসেনি। সেসব পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে সাবেক প্রধানমন্ত্রী কত দ্রুত বাংলাদেশে ফিরবেন?

তিনি জানান, খালেদা জিয়া সার্বক্ষণিক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে আছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা বাসায় নিয়মিত ফলোআপ করছেন। যুক্তরাজ্যের নিয়ম মেনে বাসায় তাঁর চিকিৎসা চলছে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলের কালিহাতীতে

মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক তরুনীর দুলাভাই হাসপাতালে  

ছবিঃ ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে তাসলিমা খাতুন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুলাভাই আবুল কালাম আজাদ (৩০) আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়া বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা বগুড়া জেলার বিসনোপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চাকরি করতেন, আর তার দুলাভাই ঢাকার একটি ঔষুধের দোকানে কর্মরত ছিলেন।

স্থানীয়রা যায়, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় ফিরছিলেন তাসলিমা ও তার দুলাভাই আবুল কালাম আজাদ। পথিমধ্যে আনালিয়া বাড়ী এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তাসলিমার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Header Ad
Header Ad

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, জানালো বিসিবি  

ক্রিকেটার এনামুল হক বিজয়। ছবিঃ সংগৃহীত

স্পষ্ট ফিক্সিংয়ের সঙ্গে জড়িল সন্দেহে ক্রিকেটার এনামুল হক বিজয়কে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এমন একটি প্রতিবেদন বের হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ক্রিকেটার বিজয়ের ওপর বিদেশ ভ্রমণসহ কোন ধরনের নিষেধাজ্ঞা নেই।

বিসিবি বিজ্ঞপ্তিতে বলেছে, সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যে, ক্রিকেটার বিজয়ের ওপর এন্টি করাপশন ইউনিট (আকসু) বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা অরোপ করেছে। বিসিবি এনামুলের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো কিছুর বিষয়ে এখনো অবগত নয়।

তবে বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে সংবাদ মাধ্যমে অনেক অভিযোগ এসেছে। আইসিসির নিয়ম অনুসরণ করে বিসিবি ও আকসু এ বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে। তবে যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে হচ্ছে বলেও জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিসিবি বদ্ধ পরিকর, সততা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে বোর্ড।

স্পষ্ট ফিক্সিংয়ে সম্পৃক্ত নন অথচ তার নাম প্রকাশ করে মর্যাদাহানি করা হচ্ছে এমন দাবি করে অন্তত ২ জন ক্রিকেটার কোয়াবের কাছে সহযোগিতা চেয়েছেন। বিষয়টি উল্লেখ করে সমকালকে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কয়েকজন ক্রিকেটার যোগাযোগ করে বলেছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। কেউ এসবে জড়িত না থাকা সত্ত্বেও তাদের নাম বাইরে আসলে সেটি দুঃখজনক। এ ধরনের খবর ওই ক্রিকেটারের ক্যারিয়ার এবং মর্যাদার জন্যও ক্ষতিকর।’

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদ পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান  
মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক তরুনীর দুলাভাই হাসপাতালে  
বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, জানালো বিসিবি  
ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ, কুশল বিনিময় করলেন মামুনুল হক সাথে  
ট্রাম্পের প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল-খসরু  
সাবিনা ইয়াসমীন আইসিইউতে    
ডাস্টবিনে শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভে’র ছবি, ময়লা ফেললেন প্রেসসচিব  
দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম: তারেক রহমান  
কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ সরকারের
যমুনার দুর্গম চরে সুবিধাবঞ্চিতদের ফ্রী স্বাস্থ্যসেবা দিচ্ছে হিউম্যান কনসার্ন
প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর
অমর একুশে বইমেলার পর্দা উঠল  
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’
ফরিদপুরে মন্দিরে সরস্বতীপ্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার যুবক
সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু