ভুটানকে বাংলাদেশের মেয়েদের ৬ গোল
সাফ অনুর্ধ্ব-১৯ মেয়েদের আসরে দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের মেয়েরা নিজেদের ফিরে পেয়েছে। ভুটানকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। দলের হয়ে তহুরা ও রিপা দুইটি করে গোল করে এবং ঋতুপর্না চাকমা ও মারিয়া মান্ডা একটি করে গোল করেন।
এ ছাড়া অফসাইডের কারণে বাংলাদেশের দুইটি গোল বাতিল হয়। বাংলাদেশ আগামী শুক্রবার শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে তৃতীয় ম্যাচ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি ছিল দুই দলের জন্যই প্রথম ম্যাচের বিপরীত অনুভূতি। প্রথম ম্যাচে বাংলাদেশ একচেটিয়া খেলেও নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল। অপরদিকে ভুটান ৫-০ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে উড়ন্ত সূচনা করেছিল।
প্রথম ম্যাচের আলোকে আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ শিবিরে বেশ শঙ্কাই ছিল। কিন্তু সব শঙ্কা ম্যাচ শুরু হতে না হতেই উড়ে যায় দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যাওয়াতে। এভাবে শুরুতেই সাফল্য পাওয়ার আগে কাজ করছিল কোচ ছোটনের সেরা একাদশে তিন তিনটি পরিবর্তন। আগের ম্যাচের সেরা একাদশ থেকে তিনি তিনটি পরিবর্তন আনেন।
মার্জিয়া, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়রের বদলে মাঠে নামেন আনুচিং মোগিনি, আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপাকে। এর সুফল পাওয়া যায় দলের জয়ে। আর প্রথমবারের মতো খেলতে নেমে রিপাতো রীতিমতো চমকই দেখান। নিজে দুইটি গোল করেছেন। একটিতে ছিল তার সহযোগিতা। এছাড়া গোটা ম্যাচে দারুণ খেলে সবার নজর কাড়েন।
খেলা শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গোল পেয়ে যায় স্বাগতিকরা। তবে সেটি ছিল ভাগ্যপ্রসূত। ভুটানের রিজিং ওয়াংমো বল ক্লিয়ার করতে চেয়েছিলেন। কিন্তু তার নেওয়া শট সামনে দাঁড়ানো তহুরার পায়ে লেগে জালে প্রবেশ করে। দ্বিতীয় গোলের আগে বাংলদেশ দল দুইটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়া ছাড়া আরও বেশ কয়েকটি সুযোগ হাত ছাড়া করে। ৪১ মিনিটে মারিয়া মান্ডা ডান দিক দিয়ে বল বাড়িয়ে দেন রিপাকে। রিপা সেই বল ধরে বক্সে ঢুকে দেখে-শুনে ঠান্ডা মাথায় ডান পায়ের শটে গোল করে দলেকে ২-০ গোলে এগিয়ে নেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডানদিক দিয়ে এককভাবে বল নিয়ে ডুকে রিপা গোলমুখে ক্রস করলে তহুরা হেড করে বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকার পরও দ্বিতীয়ার্ধেও গোলের ক্ষুধা মিটেনি। প্রথমার্ধে মতো দ্বিতীয়ার্ধের শুরুতেও বাংলাদেশ গোল পেয়ে যায়। ৪৭ মিনিটে আনুচিং মুগিনির বাড়িয়ে দেওয়া বল বক্সের বাইরে থেকে রিপার শট ভুটানের গোলরক্ষক কারমার হাত ফসকে জালে প্রবেশ করে। ৬৯ মিনিটে বাঁ পায়ের দারুন শটে দেখার মতো গোল করেন ঋতুপর্না চাকমা। প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশ পেয়েছিল তৃতীয় গোলের দেখা। এবার দ্বিতীয়ার্ধেরও যোগ করে সময়ে পায় ষষ্ঠ গোলের দেখা। জটলার ভেতর থেকে গোলটি করেন মারিয়া মান্ডা।
এমপি/এমএমএ/