আগামীকাল শুরু এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি
এশিয়ান হকির সব সেরা দলই খেলছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তিন পরাশক্তি ভারত-পাকিস্তান-কোরিয়ার সাথে আছে জাপান আর স্বাগতিক বাংলাদেশও। করোনার কারণে তিনবার সিডিউলে পরিবর্তন এনে আগামীকাল মঙ্গলবার এর পর্দা উঠবে। অথচ এ রকম একটি আসর বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি- স্পোর্টসেও দেখাবে না। । যা অবাক করার মতোই। অথচ স্টার স্পোর্টসের মাধ্যমে ৭৫টি দেশ খেলা সম্প্রচার করবে।
এই আসরের টিভি সম্প্রচার স্বত্ত পেয়েছে স্টার স্পোর্টস। আগে স্টার স্পোর্টস সরাসরি বাংলাদেশে দেখো যেতো। এখন দেখা যায় না। এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনও বাংলাদেশের কোনো চ্যানেলকে খেলা সম্প্রচারের জন্য যোগাযোগ করেনি। যদিও একটি সূত্রে জানা গেছে কয়েকটি টিভি চ্যানেল স্টার স্পোর্টসের সাথে যোগাযোগ করেছিল। কিন্তু সে রকম কোনো অগ্রগতি হয়নি। তাই এশিয়ান হকির এতো বড় আসর টিভিতে দেখার সুযোগ নেই। এখন একমাত্র উপায় মাঠে এসে দেখা। কিন্তু সে ক্ষেত্রে দর্শক কি পরিমাণ আসেন, সেটাই দেখার বিষয়। কারণ হকি কখনই বাংলাদেশের জনপ্রিয় খেলার তালিকায় ছিল না। দর্শক উপস্থিতি যাতে বেশি থাকে, সে জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। চাইলে যে কেউ প্রবেশ করতে পারবেন।
একমাত্র আর্ন্তজাতিক ক্রিকেট ও বিপিএল ছাড়া আর যে কোনো খেলাই, হোক ঘরোয়া কিংবা আর্ন্তজাতিক, বর্তমানে দর্শকরা খুব একটা মাঠে যান না । টিভিতে খেলা হলে তারা অনেকেই দেখে থাকেন। বর্তমানে মেয়েদের সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চলছে ঢাকাতে। মাঠে দর্শকের উপস্থিতি খুব একটা বেশি হয় না। তবে টি-স্পোর্টস সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করছে। এতে করে অনেকেই খেলা দেখার সুযোগ পাচ্ছেন।
টিভিতে খেলা সম্প্রচার না হওয়া প্রসঙ্গে হকি ফোরেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ ফেডারেশনের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো টিভি চ্যানেলকে প্রস্তাব দেইনি। তবে আমরা জানতে পেরেছিলাম স্টার স্পোর্টসের সাথে কয়েকটি চ্যানেল যোগাযোগ করেছিল। শেষ পর্যন্ত আর হয়নি।’ টুনামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ বলেন, ‘স্টার স্পোর্টস টুর্নামেন্টের স্বত্ত কিনে নিয়েছে। এই পে-চ্যানেল আমাদের অনেক ক্যাবল অপারেটরই কিনেনি। ফলে আমাদের দেশের দর্শকেদর জন্য টিভিতে খেলা দেখার সুযোগ নেই। যারাই খেল দেখবেন তাদের কষ্ট করে মাঠে আসতে হবে। আমরা কোনো টিকিট রাখিনি।’
রাজধানীর জমিনে চার বছর পর হকির বড় আসর এটি। আগের আসর ছিল ২০১৭ সালে এশিয়া কাপ। এবারের আসর হওয়ার কথা ছিল ৬ দলের। কিন্তু শেষ মুহুর্তে দলের দুই ক্রিকেটারের কোভিড পজেটিভ হওয়াতে মালয়েশিয়া নাম প্রত্যাহার করে নেয়। তাই পাঁচ দল নিয়েই আসর শুরু হবে আগামীকাল। মালয়েশিয়া না আসাতে সূচিতেও পরিবর্তন এসেছে।আগের সূচিতে বাংলাদেশের ম্যাচ ছিল প্রথম দিনই মালয়েশিয়ার বিপক্ষে। এখন সেখানে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে পরেরদিন ১৫ ডিসেম্বর। প্রতিপক্ষ ভারত। সূচিতে পরিবর্তন আসার কারণে প্রথম দিন ভারত ও কোরিয়ার উদ্বোধনী ম্যাচের পর মাঠে নামার সুযোগ পাচ্ছে জাপান ওপাকিস্তান। আগে এই দুই দলের খেলা ছিল না।
করোনা পরবর্তি এশিয়াতে এটিই হকির বড় আসর। এমন একটি আসরে খেলতে পেরে অংশ নেয়া পাঁচটি দলের অধিনায়কই সন্তুষ্টি প্রকাশ করেছেন্। পাকিস্তানের অধিনায়ক উমর ভুটা বলেন,‘ পাকিস্তান অধিনায়ক উমর ভুটা বলেন. ‘ আমি খুব খুশি যে এশিয়ান হকি ফেডারেশন এই টুর্নামেন্টর আয়োজন করেছে। আমরা তাতে অংশ নিচ্ছি। বাংলাদেশ এর আয়োজক। আয়োজকদের ধন্যবাদ। দুই বছর পর আমরা আন্তর্জাতিক হকিতে অংশ নিচ্ছ।
করোনার কারণে এতদিন মাঠের বাইরে ছিলাম। আমরা চেষ্টা করব টুর্নামেন্টে ভালো খেলার। ভারতের অধিনায়ক মানপ্রিত সিংয়ের কন্ঠে ছিল, ‘ প্রথমে আমি এশিয়ান হকি ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ হকি ফেডারেশন এটার আয়োজক। তাদেরও ধন্যবাদ। টুর্নামেন্টে ৫ দল অংশ নিচ্ছে। সবার জন্য শুভ কামনা। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। , জাপানের অধিনায়ক সেং তানাক অল্প কথায় ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। সবাইকে ধন্যবাদ।’ কোরিয়ার অধিনায়ক নিজেদের ভাষায় কথো বলেন। পরে সেটিকে দোভাষী হয়ে ইংরেজিতে বলেন এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরাম। কোরিয়ান অধিনায়কের কথা ছিল, ‘ বাংলাদেশ হকি ফেডারেশন এবং এশিয়ান হকি ফেডারেশনকে ধন্যবাদ। এমন একটা আয়োজনের জন্য ‘ সবশেষে কথা বলেন, বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম রানা। তিনি বলেন, ‘৫ দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে। আমি আশা করব এই ৫ দলের ভেতরে যারা ভালো খেলবে তারা চ্যাম্পিয়ন হবে। এখানে আসার জন্য সব দলকে ধন্যবাদ।’
আসর শুরু হবে করোনার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার বলেন, ‘করোনার যে সমস্ত নিয়ম-নীতি আছে আমরা সব কিছু মেনেই এই টুর্নামেন্ট পরিচালনা করব।আমাদের হোটেলে যেসব খেলোয়াড়-কর্মকর্তা আছে গতকাল থেকেই তাদের করোনা টেস্ট করানো হয়েছে।খেলোয়াড়রা হোটেল থেকে গাড়িতে উঠে সরাসরি মাঠে প্রবেশ করবে।তারা সম্পূর্ণ বায়োবাবলস সিস্টেমের মধ্যে থাকবে।আমাদের যারা এখানে কর্মকর্তা আছেন; তাদেরও করোনা টেস্ট হবে।ভিআইপি/ভিভিআইপিতে যারা থাকবেন তাদের করোনার ডাবল ডোজ নেয়া সার্টিফিকেটই দেখেই অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েছি।’ আসরের ভেন্যু মওলানা ভাসানী জাতয়ি হকি স্টেডিয়ামের মার্কেটের দোকান সব বন্ধ রাখা হবে। এমন কি স্টেডিয়ামের সামনে থেকে যে সব বাস স্টপিজ আছে তাও বন্ধ রাখা হবে। এ বিষয়টিআইন শৃংখলা বাহিনী দেখবে বলে জানান আব্দুর রশিদ।
টুর্নামেন্ট নিয়ে এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম বলেন, ‘ করোনার সঙ্গে দুই বছর লড়াইয়ের পর এই টুর্নামেন্ট হতে যাচ্ছে যারা টোকিও অলিম্পিকে খেলতে পারেনি তাদেও জন্য এটা অনেক বড় একটা সুযোগ। দুই বছর পর বড় আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারাও বিরাট সুযোগের ব্যাপার।টুর্নামেন্টের আয়োজন দেখে সত্যিই আমি মুগ্ধ।’ পাঁচ দলের অধিনায়ককে নিয়ে তৈয়ব ইকরাম আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ট্রফিও উন্মোচন করেন।
এমপি