সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ
নেপালকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা
নেপালকে ৪-২ গোলে হারিয়ে সাফ অনুর্ধ্ব-১৮ মেয়েদের ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। প্রথমার্ধে বিজয়ী দল ৪-১ গোলে এগিয়ে ছিল। নেপাল প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল ৭-০ গোলে।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ১৯ মার্চ। তিন দলের এবারের আসরে খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন।
আজ ভারতের জামসেদপুরে অনুষ্ঠিত ম্যাচে খেলা শুরুর ৪৬ সেকেন্ডেই গোল পেয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সামসুন্নহারের কর্নার থেকে আফিদাহেড করে দলকে এগিয়ে নেন (১-০ গোলে)। ৩০ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে নেপালের দিপা গোল করে সমতা আনেন।
এ সময় মনে হয়েছিল খেলাটি সমানে সমান হবে। কিন্তু বাংলাদেশের তরুণীরা তা হতে দেননি। ৩ মিনিট পরই আকলিমা গোল করে দলকে আবার এগিয়ে নেন। ৩৫ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করে ইতি ব্যবধান বাড়িয়ে দেন। ৪৩ মিনিটে সেই ব্যবধান ৪-১ করেন শাহেদা। খেলার যোগ করা অতিরিক্ত সময়ের ২ মিনিটে নেপালের হয়ে ব্যবধান কমান আমিসা।
এমপি/আরএ/