পৃষ্ঠপোষকতায় ওয়ালটন
প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু মঙ্গলবার
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (১৫ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমটা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ। মুজিববর্ষে আসর শুরু হওয়াতে লিগের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ-২০২২। প্রতি রাউন্ডে তিনটি করে ভেন্যুতে খেলা হবে।
প্রথমদিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠের দুই প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ও সিটি ক্লাব। ৪ নম্বর মাঠে খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ।
করোনার কারণে গতবার লিগ হয়েছিল ২০ ওভারে। এবার আবার ৫০ ওভারে ফিরে এসেছে। তবে দল কমেছে একটি। লিগে না খেলার অপরাগতার কথা জানিয়ে সরে দাঁড়িয়েছে গত আসরের তৃতীয় হওয়া প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব। শেষ মুহূর্তে তাদের এভাবে সরে যাওয়াতে বিসিবি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে।
এবারের আসর যখন মাঠে গড়াচ্ছে, তখন জাতীয় দলের ক্রিকেটাররা অনুপস্থিতি। তারা ব্যস্ত দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ খেলায়। সিরিজ শেষে তারা যখন দেশে ফিরে আসবেন, তখন প্রথম পর্বের খেলা থাকবে শেষ পর্যায়ে। সুপার লিগ থেকে তারা খেলতে পারবেন। তবে ওয়ানডে দলে যারা আছেন তারা আবার শুরুর দিকে কয়েকটি ম্যাচ মিস করবেন নিজ নিজ দলের হয়ে। ২৩ মার্চ ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর তারা ফিরে আসবেন দেশে।
এবার প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। তবে রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে কোনো বাধা-ধরা নিয়ম নেই। একটি ক্লাব যতোজন ইচ্ছে রেজিস্ট্রেশন করাতে পারবে।
করোনার কারণে মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে প্রিমিয়ার লিগে সীমিত পরিসরে একটি নির্দিষ্ট জায়গায় বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাবেন
এদিকে লিগকে সামনে রেখে সোমবার (১৪ মার্চ) মিরপুরের হোম অব ক্রিকেটে ১১ দলের অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন এবং লিগের পৃষ্টপোষকতা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ালটন দশমবারের মতো প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষকতা করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিসিবির পরিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন ও সমন্বয়ক আমিন খান।
এমপি/আরএ/