সবুজের হ্যাটট্রিকে বাংলাদেশের ৭ গোলে জয়
এএইচএফ কাপ হকিতে দ্বিতীয় ম্যাচে আরো বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল।
আজ তারা সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়েছে ৭-০ গোলে। প্রথম ম্যাচে তারা স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়েছিল ৭-২ গোলে।
আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে সবুজের হ্যাটট্রিক ছাড়াও অপর গোলগুলো করেন খোরশেদ, আরশাদ, মিমো ও আশরাফুল।
ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতার জেবিকে হকি মাঠে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের প্রথম গোল ছিল পেনার্টি কর্ণার থেকে। পাঁচ মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল আলম গোল করে দলকে এগিয়ে নেন ১-০ গোলে। ১৪ মিনিট পর সোহানুর রহমান সবুজ ফিল্ড গোল করে বধান দ্বিগুণ করেন।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ এক গোল করে। এই গোলদাতা ছিলেন সবুজ। ফিল্ড গোল করে তিনি দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। শেষ কোয়ার্টারে বাংলাদেশ চার গোল করে। এই কোয়ার্টারের প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে আরশাদ হোসেন গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন।
খেলার ৫৪ মিনিটে বাংলাদেশের পঞ্চম গোলটিও ছিল পেনাল্টি কর্ণার থেকে। এবারের গোলাদাত খোরশেদুর রহমান। এই কোয়ার্টারের শেষ মুহুর্তে সুবজ আবারো ফিল্ড গোল করে নিজের হাটট্রিক পূর্ণ করেন। এরপর শেষের দিকে সপ্তম গোল করেন পুষ্কর ক্ষিসা মিমো। বাংলাদেশ আগামীকাল তৃতীয় ম্যাচ খেলবে ইরানের বিপক্ষে।
এমপি/এমএমএ/