উচ্ছ্বাস ছুঁয়ে গেছে মাশরাফি-তামিমদেরকেও
১৯৯৯ সালে ছেলেরা প্রথম খেলতে গিয়েছিল বিশ্বকাপ ক্রিকেট। প্রথম আসরেই বাজিমাত করেছিল পাকিস্তানের বিপক্ষে ৬২ রানে ম্যাচ জিতে। এর আগে অবশ্য স্কটল্যান্ডের বিপক্ষেও জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানকে হারানো বলে কথায় সে সময় পাকিস্তান অসম্ভব শক্তিশালী দল। যে কারণে বাংলাদেশের এমন জয়ে গোটা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। রাতকে দিনে পরিণত করে উল্লাসে মাতোয়ারা হয়েছিলেন গোটা দেশবাসী।
২২ বছর পর মেয়েরা প্রথমবারের মত খেলার সুযোগ পেয়ে সেই পাকিস্তানকেই হারিয়েছে। বাংলাদেশের মেয়েদের এই জয় ছিল আবার আসরে প্রথমও। তাই উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশিই। গোটা দেশবাসীর মতো জাতীয় দলের ক্রিকেটারদেরও ছুঁয়ে গেছে উচ্ছ্বাসে। নিগার-ফারজানারা যখন এই কীর্তি গড়েন তামিম-মুশফিকরা তখন দক্ষিণ আফ্রিকাতে। সেখান থেকেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভুতি প্রকাশ করেছেন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে নারী টাইগারসদের জন্য থাকলো অভিনন্দন। সাবাশ বাংলাদেশ।’ ওয়ানেডে ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের দুইটি জাতীয় পতাকার সঙ্গে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ছবির সঙ্গে মেয়েদের জয়ের ছবি জুড়ে দিয়ে এক শব্দে লিখেছেন ‘অভিনন্দন।’
মুশফিকুর রহিম মেদের মেয়েদের উল্লাসের ছবি দিয়ে অনুভুতি প্রকাশ করে লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম জয়ের জন্য বাঘিনীদের অভিনন্দন। যে কোনো কিছুর প্রথম বিশেষ কিছু। কী দারুন খেলা। এই দলের জন্য গর্বিত।’
সাকিব আল হাসান অভিন্দন জানিয়ে লিখেছেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।’ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অল্প কথায় লিখেছেন, অনেক বড় মুহুর্ত। বাঘিনীদের অভিনন্দন।'
এমপি/এএস