বিসিএল শুরু রবিবার
ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির দ্বিতীয় আসর বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) শুরু হচ্ছে আগামীকাল রবিবার
(১২ ডিসেম্বর) থেকে। নবম আসরের চার দলের ফাইনাল হবে মিরপুরে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ দিনের।
নতুন বছরের শুরুতেই ২ থেকে ৫ জানুয়ারি শুরু হবে ফাইনাল। তার আগে গ্রুপ পর্বের খেলাগুলো হবে রাজশাহী ও চট্টগ্রামে। একটি ম্যাচ বগুড়াতেও অনুষ্ঠিত হতে পারে। লিগ পর্বের ম্যাচ হবে আবার চারদিনের। প্রতিটি দল লিগ পর্বে একে-অপরের সাথে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে।
চলতি আসরে অংশগ্রহণকারী চার দলের দুটিতে পৃষ্ঠপোষকতা করছে ইসলামী ব্যাংক ও ওয়ালটন। বাকি দুই দলের পৃষ্ঠপোষক বিসিবি নিজেরাই। দল চারটি হলো-বিসিবি সাউথ জোন, ইসলামি ব্যাংক ইস্ট জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। প্রথম রাউন্ডে লড়বে সাউথ-ইস্ট এবং সেন্ট্রাল-নর্থ জোন।
আগামীকাল প্রথম দিন রাজশাহীতে মুখোমুখি হবে বিসিবি সাউথ জোন ও ইসলামি ব্যাংক ইস্ট জোন। ১৯ জানুয়ারি মুখোমুখি হবে বিসিবি সাউথ জোন ও বিসিবি নর্থ জোন (চট্টগ্রাম) ও ইসলামি ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন (মিরপুর)।
লিগ পর্বের শেষ শুরু হবে ২৬ জানুয়ারি। বিসিবি সাউথ জোন চট্টগ্রামে খেলবে ওয়ালট সেন্ট্রাল জোনের বিপক্ষে। ইসলামি ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোনের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। বগুড়ায় করার পরিকল্পনা আছে। না হলে রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
বিসিএলের আগের আট আসরের মাঝে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বিসিবি সাউথ জোন। এর মাঝে সর্বশেষ তিন আসরেই তারা চ্যাম্পিয়ন। এছাড়া সেন্ট্রাল জোন দুইবার ও নর্থ হোন একবার চ্যাম্পিয়ন হয়েছে।
এমপি/এসআইএইচ/