মাশরাফি বিসিবিতে আসতে চাইলে স্বাগতম জানাবেন পাপন
দেশের ক্রিকেটে চলছে ক্রান্তিকাল। টেস্ট ক্রিকেটের পর এখন টি-টোয়েন্টি ক্রিকেটেও নাজুক অবস্থা। সর্বত্রেই সমালোচনার তীর ছুড়ে যাচ্ছে কখনও ক্রিকেটারদের দিকে, কখনও বিসিবির সভাপতির দিকে। আবার কখনও নির্বাচকদের দিকে। বাদ যাননি প্রধান কোচও। কিন্তু সমালোচনায় আর সমাধান নয়। ভুল-ত্রুটি শুধরিয়ে যেতে হবে উত্তোরনের পথে। কিন্তু উপায় কী? সমাধন খুঁজতে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের শেষ দিনে মাশরাফি-তামিম ইকবালের সঙ্গে মিরপুরে অনেকক্ষণ কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কী কথা হয়েছিল দুজনের সঙ্গে। বিসিবি সভাপতি জানালেন তেমন কিছু না। সৌজন্য কথাবার্তা।
আজ শনিবার বিকেএসপিতে একাডেমি কাপের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে ওখানে থাকবে এটা জানি না। ও রকম কিছু না। আলাপ করছিলাম।’
আলাপের এক পর্যায়ে দলের বর্তমান সমস্যা নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। সমাধান কিছু পেলেন কি না? তার জবাবে পাপন বলেন, ‘এই ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে তাদের সাথে তো সবসময় যোগাযোগ হয়ই, আরো হবে। সমস্যা আপনারা সবাই জানেন।’
মাশরাফির মতো ক্রিকেটার আসলে স্বাগতম জানাবেন বিসিবি সভাপতি। কিন্তু আলাপচারিতায় তাকে মেন্টর বা কোচ এ রকম কোনও প্রস্তাব বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানান তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘ও রকম কিছু হয়নি। মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবই তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ও রকম কোনও আলোচনা হয়নি।’
এমপি/এসআইএইচ/