সাকিবকে ছাড়াই ভালো করার প্রত্যয় হাবিবুল বাশারের
হাবিবুল বাশার
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব যাচ্ছেন না। তাতে কী? অদৃশ্যমান অবস্থায় তিনি আছেন সর্বত্র। সাকিবের এই থাকাটা, তার একটি কথার কারণেই। শারীরিক ও মানসিক অবসাদের কারণে তিনি দক্ষিণ আফ্রিক সফরে যেতে আগ্রহী নন। বিষয়টি গণমাধ্যমে জানানোর পর থেকেই তিনি আছেন আলোচনার সর্বত্র।
বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর আড়ালে পড়ে গেছে সাকিব ইস্যুতে। ক্রিকেট সংশ্লিষ্ট যেকোনো কিছুতেই চলে আসছে সাকিব প্রসঙ্গ। আজ সকালে ক্রিকেটের দুই দুইটি ইভেন্ট ছিল। একটি ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তি নিয়ে নির্বাচকদের সংবাদ সম্মেলন। অপরটি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ দলের যাত্রা। দুটি জায়গাতেই বেশ গুরুত্ব দিয়েই এসেছে সাকিব প্রসঙ্গ। নির্বাচকদের সংবাদ সম্মেলনে তো নির্বাচক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সাকিব প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেজাজই হারিয়ে ফেলেন। এদিকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বিমানে উঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে নির্বাচক কমিটির আরেক সদস্য হাবিবুল বাশার সুমনকেও কথা বলতে হয়েছে সাকিব প্রসঙ্গ নিয়ে।
তিনি জানান, সাকিবকে দক্ষিণ আফ্রিকা সফরে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের অন্যতম সেরা পারফরমার। তবে এখন আমি এটা নিয়ে ভাবছি না। এখন আমাদের যে দলটা আছে সেটা নিয়েই ভাবছি। আমাদের বিশ্বাস, এই দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব।
বাংলাদেশ দল এবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছে তিন ভাগে। প্রথম দুই ভাগে ওয়ানডে দলের ক্রিকেটাররা। এই দলের প্রথম বহর গেছে আজ সকাল পৌনে ১১টায়। দ্বিতীয় বহর যাবে রাত ১১টায়। টেস্ট দলের সদস্যরা বিমানে উঠবেন আগামীকাল শনিবার সকাল পৌনে ১১টায়।
সাকিবকে না পেলেও তার পরিবর্তে যে খেলবে তাকে হাবিবুল বাশার সেরা বলেই মনে করেন। দলের মনোবল বাড়াতে সাকিবকে ছাড়াও বাংলাদেশের জয়ের কথা তুলে ধরেন তিনি।
হাবিবুল বাশার বলেন, ‘সবসময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তার জায়গায় যিনি খেলছেন তিনিই আপনার সেরা খেলোয়াড়। তাকে নিয়েই আপনার চেষ্টা করতে হবে। এর আগেও আমরা সেরা খেলোয়াড়কে ছাড়া ভালো করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন তারা ভালো করতে পারবেন।’
বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে। এবার বাংলাদেশের লক্ষ্য জয়। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর সাহস সঞ্চার হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়। যা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম। এবার সেই অসাধ্য সাধন করতে চায় দক্ষিণ আফ্রিকার মাটিতেও।
হাবিবুল বাশার জানান, এবার বাংলাদেশ দলকে দক্ষিণ আফ্রিকা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন খেলার ভেন্যুগুলোকে। তিনি বলেন, ‘এবার ওরা সেরা ভেন্যুতেই খেলাগুলো দিচ্ছে। বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে।’
হাবিবুল বাশার আশা প্রকাশ করেন বাংলাদেশ দল বর্তমানে যে ছন্দে আছে তা যদি ধরে রাখতে পারে, তা’হলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ছন্দে আছে, সেটা যদি ধরে রাখতে পারি। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তবে এই সফরে ভালো কিছু আমরা আশা করতে পারি।’ তিনি যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার এখনকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আপনি যদি আমাদের ওয়ানডের ছন্দটা দেখেন, একটু আশাবাদী তো হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি।
লক্ষ্য পূরণে হাবিবুল বাশার দলের প্রস্তুতি নিয়ে বলেন, ‘এর চেয়ে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না। আরেকটু আগে গেলে হয়তো আরেকটু ভালো হতো। কারণ, কন্ডিশন একেবারেই আলাদা। সেখানে বেশি সময় কাটাতে পারলে, দুই একটি প্রাকটিস ম্যাচ বেশি খেলতে পারলে সেটা অনেক সাহায্য করতে পারত। তবে যেটুকু প্রস্তুতির সময় পাব, তার মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে।’
ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ মার্চ জোহানেসবার্গে। এরপর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আবারও সেঞ্চুরিয়ানে ২৩ মার্চ।
এমপি/আরএ/