বুধবার, ৫ মার্চ ২০২৫ | ২০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ফিরতি পথেই আক্রান্ত হন দুই নারী ক্রিকেটার!

ছবি : সংগৃহীত

আগেই ধারণা করা হয়েছিল জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের  অমিক্রন হওয়ার সম্ভাবনা বেশি। সেই ধারণাই সত্য হয়েছে। 

শনিবার  (১১ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক নিজে এই কথা জানান সাংবাদিকদের। দুই ক্রিকেটার আক্রান্ত হলেও তারা শঙ্কামুক্ত। কোনো উপসর্গ নেই। হোটেল সোনারগাঁওয়ে আইসোলেশনে আছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি বিসিবিও দুই ক্রিকেটারের বিষয়টি দেখা-শুনা করছে।

এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন জিম্বাবুয়ে থেকে আসা দলটির সবার অমিক্রন না হওয়াটা ছিল অনেক বড় সুখবর। করোনার নতুন ধারা অমিক্রন দক্ষিণ আফ্রিকাতে প্রথম ধরা পড়ে ২৬ নভেম্বর। যখন ধরা পড়ে সে সময় জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হচ্ছিল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব। পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে ছিল চুড়ান্ত পর্বে যাওয়ার লড়াইয়ে। কিন্তু  স্বাগতিক জিম্বাবুযের বিপক্ষে খেলার আগেই আইসিসি মাঝপথে আসর বন্ধে করে দিতে বাধ্য হয়েছিল অমিক্রনের ভয়াবহতার কারণে। 

র‌্যাঙ্কিয়ে পাঁচে থাকার সুবাদে বাংলাদেশ দল প্রথমবারের মতো মূল আসরে খেলার জায়গা করে নেয়। এটি ছিল অনেক আনন্দদায়ক। কিন্তু আসর বন্ধ হয়ে গেলেও বাংলদেশের মেয়েরা সঙ্গে সঙ্গেই দেশে ফিরে আসতে পারেননি। অমিক্রনের কারণে অনেক দেশ ফ্লাইট বাতিল করে দিয়েছিল। যে কারণে বাংলাদেশের মেয়েদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। দীর্ঘ যাত্রা শেষে তারা দেশে ফিরেন নামিবিয়া-থাইল্যান্ড হয়ে। নামিবিয়া থেকে ওমান আসার পর সেখান থেকে ১ জানুয়ারি মেয়েরা ফেরেন বাংলাদেশ বিমানে। অথচ গিয়েছিলেন এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে জিম্বাবুয়ে।দেশে ফিরে আসার পথেই দুই ক্রিকেটার অমিক্রনে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে অনেকেই মনে করছেন। কারণ, আসর চলাকালীন গোটা দলই ছিল বায়োবাবলে। বায়োবাবলে থাকা অবস্থায় তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ, এ সময় বাইরের লোকদের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন। শুধু যারা বায়োবাবেলে থাকেন তাদের সঙ্গেই যোগাযোগ হয়। এ তালিকায় প্রতিপক্ষের ক্রিকেটার থেকে শুরু করে আম্পায়ার, গ্রাউন্ডসম্যান টিভি ধারাভাষ্যকার, এমনকি যে হোটেল থাকেন, সেই হোটেলের নির্দিষ্ট সংখ্যক স্টাফরা পর্যন্ত থাকেন বায়োবাবলে। কিন্তু দল দেশে ফিরে আসার সময় আর বায়োবাবল ছিল না। জিম্বাবুয়ে-নামিবিয়া এয়ারপোর্টে ক্রিকেটাররা ছিলেন আর ১০ জন যাত্রীর মতোই। দুইটি বিমানবন্দরে যাওয়ার পর বিমানে উঠা পর্যন্ত তাদের অনেকেরই সঙ্গে মিশতে হয়েছে। আর এ সময়ই দুই ক্রিকেটার অমিক্রনে আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা। 

এ রকম অবস্থায় গোটা দলই আক্রান্ত হতে পারত। কিন্তু না হওয়া অনেক বড় সুখবর  বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। অমিক্রনের সংবাদ স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ করার পর বিসিবিতে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, 'যেহেতু ওরা ওখান থেকে এসেছে। অমিক্রন হওয়ার সম্ভবনাই বেশি। আমি অবাক হইনি। যদি হয়ে থাকে, আমি জানি না। বেস্ট পার্টটা হচ্ছে, পুরো টিম একসঙ্গে ছিল। অন্য সবাই নেগেটিভ আছে এবং যাদের হয়েছে তাদের কোনো উপসর্গ নেই। আমি তাদের সঙ্গে কথা বলেছি। জ্বর, গায়ে ব্যথা কিছুই নেই। ওরা বুঝতেই পারেনি যে ওদের কোভিড হয়েছে। আমি বলবো, এটা একটা বিরাট সুখবর।'

দেশে ফিরে আসার পর ক্রিকেটাররা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চলে যান। এর মাঝে তাদের ১, ৩ ও ৫ ডিসেম্বর তিন-দফা নমুনা পরীক্ষা করা হয়। প্রথম দুই দফায় সবার নেগেটিভ আসে। তৃতীয় দফায় এই দুই জনের আসে পজেটিভ। এই দুই জনের পজেটিভ না আসলে সবাই কোয়ারেন্টিন শেষে নিজ নিজ বাড়ি ফিরে যেতেন। এ জন্য পরের দিন ৬ ডিসেম্বর বিসিবি সভাপতি হোটেল সোনারগাঁওয়ে গিয়েছিলেন তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। কিন্তু দুই ক্রিকেটারের পজেটিভ সংবাদ আসায় তিনি ক্রিকেটারদের সঙ্গে দেখা না করেই ফিরে আসেন। পরে গোাট দলকে আবার কোয়ারেন্টিনে রাখা হয়। দুই ক্রিকেটারকে রাখা হয় আলাদা করে।

বিসিবি সভাপতি বলেন, ‘আইসোলেশন শতভাগ মানা হচ্ছে। এটা কোভিড হলেও যা, না হলেও তা। আমাদের যে নিয়ম সেটা তো মানতে হবে। প্রথম থেকেই ওরা যেহেতু আইসোলেটেড ছিল, একটা ডেডিকেটেড ফ্লোরে,সে জন্য অন্য কেউ সংক্রমিত হয়নি। ওরা কিন্তু এককক্ষ থেকে আরেক কক্ষে যেতে পারে না। যা প্রটোকল দেওয়া আছে সেটাই ফলো করে।'

 

এমপিি/এমএমএ/

 

Header Ad
Header Ad

ফের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

সাবেক বিচারপতি মানিক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ সংক্রান্ত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন সকালে আসামি মানিককে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি জানান, সাবেক বিচারপতি মানিক সরকারের পতনের পর দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। কয়েক লাখ টাকার বিনিময়ে পালানোর চেষ্টা করলেও প্রতারিত হন এবং জনগণের হাতে আটক হন। পরে তাকে জঙ্গলে হাফপ্যান্ট পরা ও কলাপাতার ওপর শুয়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

তবে আসামি মানিকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জুলাই গুলশানে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ। এ সময় আসামিদের এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হলে ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাজিদের মা বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন, যেখানে সাবেক বিচারপতি মানিকের নাম রয়েছে।

গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় গ্রেফতার হন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এরপর একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করেন তিনি।

Header Ad
Header Ad

শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন খাতে কর্মরত লাখো শ্রমিকের জীবন মানের উন্নয়নে বিদ্যমান শ্রম আইন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার ( ০৫ মার্চ) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশন সামনে রেখে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ থেকে ২০ মার্চ জেনিভায় এই অধিবেশন হবে। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের ইতিবাচকভাবে কাজ করতে হবে এবং লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা এখানে কোনো অজুহাত দেওয়ার জন্য আসিনি।”

তিনি শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে অনলাইনে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে তার আইএলও অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, “শ্রম খাতে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, আমরা এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাইনি।”

অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগ সচিব শেখ আবু তাহের এবং আইএলওর বাংলাদেশ প্রতিনিধি তুয়োমো পাউতিয়াইনেন বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া জেনিভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

Header Ad
Header Ad

শিগগিরই গঠন করা হবে জাতীয় নাগরিক পার্টির যুব উইং

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই তাদের যুব উইং গঠন করতে যাচ্ছে। এ লক্ষ্যে আগ্রহীদের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব উইং) আইনজীবী মো. তরিকুল ইসলাম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তরিকুল ইসলাম তার পোস্টে লিখেছেন, "শিগগিরই জাতীয় নাগরিক পার্টির যুব উইং গঠিত হচ্ছে। দেশ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিপি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায়।"

তিনি আরও জানান, "বাংলাদেশের যুবকদের সংগঠিত করতে এনসিপি এই উদ্যোগ নিয়েছে। যারা এই যাত্রায় যুক্ত হতে চান, তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করুন।"

জাতীয় নাগরিক পার্টির যুব উইং দেশের তরুণদের একত্রিত করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করবে বলে জানান দলটির নেতা তরিকুল ইসলাম। তিনি বলেন, "সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।"

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, যুব উইং গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির পাশাপাশি জাতীয় রাজনীতিতে তরুণদের আরও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক
শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করার নির্দেশ প্রধান উপদেষ্টার
শিগগিরই গঠন করা হবে জাতীয় নাগরিক পার্টির যুব উইং
এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, রাবির ছাত্রলীগ নেতা আটক
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক
নারী-পুরুষ ছাড়া অন্য লিঙ্গের ঠাঁই হবে না যুক্তরাষ্ট্রে : ট্রাম্প
লালন স্মরণোৎসবে গাঁজা ও মাদক নিষিদ্ধ  
কেমন ছিল প্রিয় নবীজির (সা.) ইফতার (ভিডিও)
বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান  
রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার
গুলশানে তল্লাশির নামে তছনছ-ভাঙচুরের ঘটনায় ৩ জন আটক  
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান  
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব
শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু  
পাকিস্তানের প্রশংসা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে, জানালেন ধন্যবাদ
১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ রাবি শিক্ষার্থীদের
৫ আগস্ট কুমিল্লায় গুলিবিদ্ধ আব্দুস সামাদের মৃত্যু
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ